শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোর-৪ আসনে আ.লীগের মনোনয়নের পরও মহাজোটের শরিক দলের নেতার মনোনয়নপত্র দাখিল

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ৬:৫৩ পিএম

যশোরের একটি আসনে মহাজোটের জট লেগেছে। আসনটি হচ্ছে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর)। এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি রণজিৎ কুমার রায়। সোমবার বিকালে আসনটিতে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহাজোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও জেলা সভাপতি ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। যশোরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল আওয়ালের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। সপ্তাহখানেক আগে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলে রিটার্ণিং অঅফিসারের কাছ থেকে। নির্বাচনী আবহ শুরু হওয়ার পর থেকে বামপন্থী এই নেতা যশোর-৪ নির্বাচনী এলাকায় গণসংযোগও শুরু করেন।
যশোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও মহাজোটের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিকল্পধারায় সদ্য যোগ দেওয়া সাবেক মন্ত্রী নাজিমউদ্দিন আল আজাদের নামও জোরেশোরে আলোচিত হচ্ছে। প্রচার হচ্ছে মহাজোটের শরিক দল জাতীয় পার্টির এক প্রার্থীর নামও।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন