বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অভিবাসীদের ফেরত পাঠাবে মেক্সিকো

ছয় ঘণ্টা বন্ধ সীমান্ত, ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

অবৈধভাবে সীমান্ত বেষ্টনী অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকারী ৫০০ অভিবাসী ও শরণার্থীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে মেক্সিকো। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। রবিবার কয়েকশ’ অভিবাসী ও শরণার্থী মেক্সিকোর টাইজুয়ানায় মার্কিন সীমান্ত বেষ্টনী অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে। মার্কিন বর্ডার পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। বিবৃতিতে মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভিবাসী ও শরণার্থীদের এই দলটি সহিংস ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। ভিডিও ফুটেজে দেখা যায়, নারী ও শিশুসহ কয়েকশ মানুষ সীমান্ত বেষ্টনীর দিকে ছুটে যাচ্ছে। মার্কিন সীমান্ত কর্মকর্তারা তাদের ঠেকাতে টিয়ার গ্যাস ছুড়ছে। এই ঘটনার পর মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রায় ৫০০ অভিবাসী সহিংস উপায়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছে। যারা এই চেষ্টা করেছে তাদের চিহ্নিত করে শিগগিরই ফেরত পাঠানো হবে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের কাস্টমস এন্ড বর্ডার প্রটেকশন রবিবার কিছুক্ষণের জন্য তিনটি গুরুত্বপূর্ণ বন্দর দিয়ে সবধরনের যানচলাচল ও পথচারীদের প্রবেশ বন্ধ করেছিল। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতির জন্য মার্কিন সরকারের ওপর চাপ প্রয়োগ করতে কয়েক হাজার আশ্রয়প্রার্থী ও অভিবাসী সীমান্তে জড়ো হলে এই ঘোষণা দেয় কর্তৃপক্ষ। সীমান্ত বেষ্টনীর দিকে এগিয়ে আসা নারী, শিশু ও অভিবাসীদের ছত্রভঙ্গ করতে বর্ডার পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। সাময়িক বন্ধ থাকার পর বন্দর খুলে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এখবর জানিয়েছে। রবিবার মেক্সিকো ও ক্যালিফোর্নিয়ার দুটি বন্দর সাময়িক বন্ধ ঘোষণা করে মার্কিন সরকার। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চাপারাল ক্রসিংয়ে অভিবাসী ও শরণার্থী শিশুরা সীমান্ত বেষ্টনির কাছাকাছি গেলে মার্কিন কর্তৃপক্ষ টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শরণার্থী ও অভিবাসীদের মাত্র কয়েকজনের একটি দল সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা এক বিবৃতিতে জানায়, বন্দর দিয়ে অনেকেই অবৈধভাবে প্রবেশের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা থেকে সাময়িক সময়ের জন্য বন্দর দিয়ে সব ধরনের প্রবেশ বন্ধ করা হয়েছে। পুনরায় খুলে দেওয়ার আগ পর্যন্ত ছয় ঘণ্টা বন্ধ ছিল বন্দরের কার্যক্রম। রবিবার শরণার্থী হিসেবে আশ্রয় প্রার্থীদের এই ক্ষোভের পেছনে মার্কিন কর্তৃপক্ষের আবেদন যাচাইয়ে মন্থর গতি দায়ী বলে মনে করা হচ্ছে। স¤প্রতি কয়েক হাজার অভিবাসী ও শরণার্থী মেক্সিকো সীমান্ত শহরে জড়ো হয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইছেন। এদের বেশিরভাগই সহিংসতা, দারিদ্র্যতা ও রাজনৈতিক নিপীড়ন এড়াতে যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থী। বিবিসি, রয়টার্স, আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন