ঢাকায় গ্রেফতার চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ও কোতোয়ালী আসনের প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে অন্য একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন আদালত। কোতোয়ালী থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে গতকাল (সোমবার) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ডা. শাহাদাত হোসেনের সঙ্গে গ্রেফতার বিএনপি নেতা শামসুল আলম ও নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদকেও শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
গত ২৯ অক্টোবর কোতোয়ালী থানায় পুলিশের একটি মামলায় তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হয়। নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, কোতোয়ালী থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালত ডা. শাহাদাত হোসেন, শামসুল আলম ও জমির উদ্দিন নাহিদকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন। গত ৭ নভেম্বর ঢাকা আদালত প্রাঙ্গণ থেকে বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি টিম। শাহাদাত হোসেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন