শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগে শ. ম রেজাউল

নেছারাবাদ(পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে (পিরোজপুর সদর-নাজিরপুর-নেছারাবাদ) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন শ. ম. রেজাউল করিম। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এবং সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবি। অপর দিকে বিএনপি থেকে এ আসনে একাধিক মনোনীত প্রার্থীর নাম আসায় ধোয়াশায় পড়েছে তৃণমুলের নেতা-কর্মীরা। গত সোমবার (২৬ নভেম্বর) বিকেলে টিভি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণার খবর পাওয়ার পর থেকেই সাধারন নেতা-কর্মীদের মাঝে ধোয়াশার সৃষ্টি হয়। এবারের নির্বাচনে বিএনপি থেকে এ আসনে মোস্তফা জামাল হায়দার, মানবতা বিরোধী অপরাধে দন্ডিত কারাবন্দী দেলোয়ার হোসেন সাঈদি পুত্র শামিম বিন সাঈদী এবং ব্যারিষ্টার এম সরোয়ারের নাম শোনা যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mizanurrahman ২৯ নভেম্বর, ২০১৮, ২:৩৪ পিএম says : 0
শামীম সাঈদীকে বিজয়ী করতে হবে।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন