শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জোটে আসন না পেলে একক নির্বাচন করবে খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বাংলাদেশ খেলাফত মজলিস একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এরশাদের সম্মিলিত জাতীয় জোট থেকে আসন পেলে জোটগতভাবে, আসন না পেলে এককভাবে নির্বাচন করবে দলীয় রিকশা প্রতীক নিয়ে। গত সোমবার দিবাগত রাতে দলীয় কার্যালয়ে দলের জরুরি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। বৈঠকে দলীয়ভাবে ২০টির মতো আসনে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী, মুফতি হাবীবুর রহমান, মুফতি শরাফত হুসাইন, অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূইয়া, মাওলানা মুহাম্মদ ফয়সাল, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মূসা প্রমূখ। বৈঠকে জাতীয় পার্টি থেকে এখন পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসকে কোনো আসন দেয়ার বিষয়ে সিদ্ধান্ত না জানানোর কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। বৈঠকে ময়মনসিংহ-৫ ও ৭, ফেনী-৩, সিলেট-২ ও ৩, সুনামগঞ্জ-৩ ও ৪, কুমিল্লা-১, কিশোরগঞ্জ-৪, মৌলভীবাজার-১ ও ৩, নেত্রকোনা-১সহ ২০টি আসনে মনোনয়ন দাখিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন