শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মধ্যপ্রদেশ ও মিজোরামে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ৪:০২ পিএম

ভারতের মধ্যপ্রদেশ এবং মিজোরাম রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। বুধবার স্থানীয় সময় সকাল ৭টা থেকেই শুরু হয় এ রাজ্য দুটির ভোট গ্রহণ। খবর গ্লোবাল টাইমস।
প্রতিবেদনে বলা হয়, মূলত কেন্দ্রের ক্ষমতায় ঠিক কোন দল আসতে পারে, এ নির্বাচন থেকে তার অনেকটা আভাসই পাওয়া যাবে বলে ধারণা করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকগণ।

মধ্যপ্রদেশের বড় চ্যালেঞ্জ হচ্ছে শিবরাজ সিংহ চৌহানের আসন। প্রদেশটি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দ্বারা শাসিত। গত ১৫ বছর যাবত রাজ্যটির ক্ষমতায় রয়েছে বিজেপি। গতবার এ রাজ্যের মোট ২৩০ আসনের মধ্যে ১৬৫টি ছিল বিজেপির দখলে। যেখানে কংগ্রেস পেয়েছিল মাত্র ৫৮ আসন।
অপরদিকে উত্তর-পূর্বের একমাত্র কংগ্রেস শাসিত রাজ্য হলো মিজোরাম। এ রাজ্যের মোট ৪০ আসনের মধ্যে গতবার ৩৪টি আসনই পেয়েছিল কংগ্রেস। তবে এবার দলটির সামনে বিজেপি নামের কঠিন পরীক্ষা।
উল্লেখ্য, দেশটির ১১ রাজ্যের মধ্যে অন্তত তিনটি রাজ্য ছত্তিসগড়, রাজস্থান এবং তেলেঙ্গানাসহ আরও দুটি রাজ্যের নির্বাচনী ফল দিন কয়েকের মধ্যেই প্রকাশ করা হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন