শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

বসনিয়ায় এমপি হলেন হিজাবি নারী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বসনিয়ার জাতিগত গৃহযুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম দেশটির হিজাব পরিহিত কোনো নারী আইনপ্রণেতা (এমপি) হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি দেশটির সার্ব শাসিত অঞ্চলে আইনপ্রণেতা হিসেবে কাজ করছেন। বেগিজা স্মাজিক নামের এই হিজাবী আইনপ্রণেতা চলতি বছরের অক্টোবরে বসনিয়ার সার্ব-আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং চলতি মাসের ২৬ তারিখে আইনসভার উদ্বোধনী সেশনে যোগদান করেছেন। বেগিজা স্মাজিক এসেছেন দেশটির পশ্চিমাঞ্চলের শহর সেব্রেনিসা থেকে যেখানে ১৯৯৫ সালে সার্ব বংশোদ্ভূত বসনিয়ানরা অন্তত ৮,০০০ মুসলিম নারী-পুরুষকে হত্যা করেছিল। যাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় গণহত্যার সাথে তুলনা করা হয়। ১৯৯২-১৯৯৫ সাল অবধি দেশটিতে জাতিগত বিরোধ চলমান থাকে যা শেষ পর্যন্ত গৃহযুদ্ধে রূপ নিয়েছিল। এই গৃহযুদ্ধে দেশটির অন্তত ১০০,০০০ মানুষ প্রাণ হারায় এবং মিলিয়ন মিলিয়ন মানুষ গৃহহারা হয়ে পড়েছিলেন। চলতি বছরের অক্টোবর মাসের ৭ তারিখে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশটির ন্যাশনালিস্ট পার্টি সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হয়। যুদ্ধোত্তর বসনিয়া বসনিয়ান সার্ব এবং মুসলিম জনগোষ্ঠীর সমন্বয়ে যৌথ কেন্দ্রীয় বিভাগ দ্বারা শাসিত হয়ে আসছে। সেব্রেনিকা অঞ্চলটি বসনিয়ার সার্ব শাসিত অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। কেএফভিএস১২ ডট কম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন