বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

আল হাদীস

| প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম


আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করিয়া বলেন, আমার এরূপ ইচ্ছা হয় যে, আযানের পর কাহাকেও ইমাম বানাইয়া নামাজ আরম্ভ করিবার আদেশ দেই এবং আমি ঐ সমস্ত লোকদের বাড়ি খুঁজিয়া বাহির করি যাহারা নামাজের জামাতে শরীক হয় নাই এবং কাহারও দ্বারা জ্বালানী কাঠ আনাইয়া ঐ ব্যক্তিগন ঘরে থাকা অবস্থায় তাহাদের বাড়ি-ঘরে আগুন লাগাইয়া দেই। হযরত রাসুল্লাহ সা. ক্ষোভ প্রকাশ করিয়া বলেন, খোদার কসম বহু লোক এখনও আছে যে, সামান্য কিছু র্শীনী পাওয়ার আশা থাকিলে তাহারা রাত্রিকালে এশার সময়ও মস্জিদে আসিতে কণ্ঠিত হয় না। ( কিন্তু জামাতের প্রতি ততটুকু আকৃষ্টও হয় না।
- বোখারী শরীফ: হাদিস নং ৩৯১

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md.Sumon ২০ এপ্রিল, ২০২০, ৩:১৬ পিএম says : 0
এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন: আমার প্রশ্ন:বাড়িতে নামাজ পড়া যায়েয আছে?
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন