বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কৃষক মিছিলে উত্তাল দিল্লি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

আরও একবার কৃষকদের বিক্ষোভে উত্তাল হল রাজধানী দিল্লি। কৃষকরা লাল ঝাণ্ডা হাতে রাজপথে বিক্ষোভে সামিল হয়েছেন। গেরুয়া রাজপথে কৃষক বিক্ষোভ শক্তিশালী বার্তা দিয়েছিল কেন্দ্রীয় সরকারকে। এই ইস্যুতে আবারও এক হয়েছে সিপিএম-কংগ্রেস। কাশ্মীর থেকে এসেছেন এনসিপি নেতা ফারুক আবদুল্লা, মুম্বই থেকে এসেছেন শরদ পাওয়ার। প্রায় ২১টি রাজনৈতিক দল এক হয়েছিলেন কৃষক মোর্চার বিক্ষোভ মঞ্চে। খবরে বলা হয়, পূর্ব ঘোষণা মতো সারা ভারত কৃষক সভাসহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বে বৃহত্তম মিছিল সংসদ ভবনের দিকে যাত্রা শুরু করে। লক্ষাধিক কৃষকের দাবি সরকারি কৃষি নীতির পরিবর্তন চাই। ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি, কৃষক আত্মহত্যার মতো একাধিক কেন্দ্রীয় সরকার বিরোধী ইস্যু রয়েছে তাঁদের সামনে। যা কেন্দ্রের সরকারকে অস্বস্তিতে ফেলার জন্য যথেষ্ট। এদিকে নিরাপত্তার খাতিরে সংসদ ভবন ঘেরাও রুখতে তৎপর প্রশাসন। বিক্ষোভকারী কৃষকরা রাস্তার উপরই ক্ষোভে ফেটে পড়েছেন। মুখে তাঁদের মোদী ও বিজেপি বিরোধী শ্লোগান। বিক্ষোভকারী কৃষকরা আগেই জানিয়েছিলেন তাঁদের মিছিল আটকে দেওয়া হলে নগ্ন হয়ে রাস্তায় শুয়ে পড়বেন। কার্যত সেটাই করলেন তাঁরা। এই প্রতিবাদের ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে। এতে শুরু হয়েছে সরকার বিরোধী সমালোচনার ঝড়। দক্ষিণভারতের কৃষকরা নরমুণ্ড নিয়ে মিছিল করে অভিনব প্রতিবাদ করছেন। সংসদ ভবনের আগেই আটকে দেওয়া হয়েছে মিছিল। এবার যন্তর মন্তরের বিরাট কৃষক সমাবেশে যোগ দিচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। থাকছেন বাম নেতৃত্ব। এতবড় কিষাণ মিছিল শেষ কবে দেশ প্রত্যক্ষ করেছে, তা বলা মুশকিল। অল ইণ্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি বা এআইকেএসসিসির নেতৃত্বে ২০৭টি কৃষক সংগঠন মিছিল করছে। যা নিয়ে নয়াদিল্লি সরগরম এখন। প্রায় ১ লক্ষ কৃষক হাঁটছেন এই মিছিলে। শুক্রবার সংসদ অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। অন্ধ্রপ্রদেশ, তামিল নাড়–ু, গুজরাত, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশ থেকে দিল্লি পৌঁছেছেন এই সব কৃষকরা। মুখে শ্লোগান ‘অযোধ্যা নেহি, করজি মাফ চাহিয়ে’ (অযোধ্যা চাই না, ঋণ মকুব করুন)। এনডিটিভি, পিটিআই

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন