মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সংঘাতের শান্তিপূর্ণ অবসান চান না ইউক্রেনের শাসকরা : পুতিন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পাশ্চাত্যপন্থী রাজনীতিবিদরা যতদিন ইউক্রেন শাসন করবে ততদিন দেশটির সঙ্গে রাশিয়ার সংঘাতের অবসান হবে না। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে শনিবার জি২০ শীর্ষ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। পুতিন দাবি করেন, ইউক্রেনের শাসকগোষ্ঠী শান্তিপূর্ণ উপায়ে রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতের অবসান চান না। তার ভাষায়, ‘ইউক্রেনের বর্তমান কর্তৃপক্ষ শান্তিপূর্ণ উপায়ে সংঘাত অবসানে আগ্রহী নয়। তারা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সংঘাত চলবে।’ রুশ প্রেসিডেন্ট বলেন, গত সপ্তাহে আজোভ সাগর থেকে আটক ইউক্রেনের তিন জাহাজ ও এর নাবিকদের মুক্তির ব্যাপারে আন্তর্জাতিক স¤প্রদায় যেন চেষ্টা না চালায়। আলোচনা করে তাদের মুক্ত করা যাবে না। আদালতে বিষয়টির নিষ্পত্তি হতে হবে। গত ২৫ নভেম্বর ক্রিমিয়া উপকূলে রাশিয়ার পানিসীমায় ঢুকে পড়ার অভিযোগ এনে ইউক্রেনের তিন জাহাজ জব্দ করে মস্কো। এ নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে সৃষ্ট উত্তেজনার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি২০ শীর্ষ সম্মেলনের অবকাশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পূর্বপরিকল্পিত বৈঠক বাতিল করেন। এদিকে ইউক্রেনের কাছ থেকে দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপে শিগগিরই রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে মস্কো। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক পরিচালক ওলেক্সি মাকেয়েভ আল জাজিরা’কে বলেছেন, রাশিয়ার এ সিদ্ধান্ত শুধু ইউক্রেনের জন্যই বিপজ্জনক নয়, বরং এটি পুরো কৃষ্ণ সাগর অঞ্চলের জন্যই বিপজ্জনক। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়ায় তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য নতুন এস-৪০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। কৃষ্ণ সাগরে রাশিয়া কর্তৃক ইউক্রেনের তিনটি জাহাজ জব্দ করার ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনার মধ্যেই দখলকৃত ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দেয় মস্কো। পার্স টুডে, আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন