বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নভেম্বরে ৮৩ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বিজিবি গত নভেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৮৩ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে। গতকাল বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১১ লাখ ৪৮ হাজার ৯৪ পিস ইয়াবা, ৬ হাজার ৫২৪ বোতল বিদেশী মদ, ৩৮৭ লিটার বাংলা মদ, এক হাজার ১০৩ ক্যান বিয়ার, ৩১ হাজার ৭১০ বোতল ফেনসিডিল, ৮৬৪ কেজি গাঁজা, এক কেজি হেরোইন, এক লাখ ৫হাজার ৪২৯টি এ্যানেগ্রা, সেনেগ্রা এবং ১২ হাজার ৫৮০টি শোজাতীয় ইনজেকশন ট্যাবলেট। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৮টি পিস্তল, চারটি এয়ার পিস্তল, একটি পাইপ গান, ৭৭ রাউন্ড গুলি, ১৫টি ম্যাগাজিন এবং ৬ কেজি গান পাউডার। বিজিবির অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২৪জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩২০ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় দেয়া হয়েছে। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত বিজিবি ৮৫৪ কোটি ৪ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন