শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ইউটিউব থেকে আরিয়ানের সিলভার প্লে বাটন অর্জন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান প্রায় তিন বছর আগে মিজানুর আরিয়ান নামের একটি ইউটিউব চ্যানেলে চালু করেন। এ চ্যানেলে শুধু তার নাটকের প্রমো’সহ তার কাজ আপলোড করেন। ইতোমধ্যে তার চ্যানেলটির এক লাখ সাবস্ক্রাইবার পার হওয়ায় ইউটিউব থেকে ‘সিলভার প্লে বাটন’ অর্জন করেছেন তিনি। আরিয়ান বলেন, ‘ইউটিউব থেকে এই স্বীকৃতি আমাকে অনুপ্রাণিত করেছে। আমি অনেক খুশি। অবশ্যই আমি আমার ভক্ত দর্শকের কাছে কৃতজ্ঞ। কারণ তাদের কারণেই আজকের এই প্রাপ্তি। যেহেতু সিলভার প্লে বাটন অর্জন করেছি, তাই এখন থেকে প্রতি বছর আমার চ্যানেলের জন্য অন্ততঃ একটি হলেও নাটক নির্মাণ করবো। যা শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলেই প্রচার হবে।’ উল্লেখ্য, গত বছর ঈদে অপূর্ব ও মেহজাবিনকে নিয়ে ‘বড় ছেলে’ নাটকটি নির্মাণ করে আলোচনায় আসেন মিজানুর রহমান আরিয়ান। নাটকটি অভূর্তপূর্ব দর্শক সাড়া পাওয়ায় তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। এদিকে অপূর্ব ও মেহজাবিনকে নিয়ে নির্মিত ‘ভালো থেকো তুমিও’ এবং আফরান নিশো ও মেহজাবিনকে নিয়ে নির্মিত ‘ঋনী’ নাটক দুটি শিগগিরই দুটি ভিন্ন চ্যানেলে প্রচার হবে। ২০১২ সালে আরিফিন শুভ, অর্ষা ও ইশানাকে নিয়ে মিজানুর রহমান আরিয়ান প্রথম ‘তুমি আমি সে’ নাটকটি নির্মাণ করেন। বিদ্যা সিনহা মিমকে নিয়ে তিনি ‘ট্র্যাম্প কার্ড’ টেলিফিল্ম নির্মাণের মধ্যদিয়ে নির্মাতা হিসেবে প্রথম আলোচনায় আসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন