মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চাকরি গেল সিএনএন এর ধারাভাষ্যকারের

ইসরাইলের সমালোচনা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

জাতিসংঘে ইসরাইলের সমালোচনা করে ভাষণ দেওয়ায় সিএনএন-এর ধারাভাষ্যকার ও টেম্পল ইউনিভার্সিটির প্রফেসর মার্ক ল্যামন্ট হিল তার চাকরি হারিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী গণমাধ্যমের সাথে মার্কের কাজ করার যে চুক্তি ছিল তার বাতিল করে দিয়েছে গণমাধ্যমটি। গত সপ্তাহে এই সিদ্ধান্ত নেয় সিএনএন।
জাতিসংঘে দেওয়া বক্তৃতায় ইসরাইলের সমালোচনা করে তিনি বলেন, ইসরাইল ফিলিস্তিনিদের ওপর তাদের দখল অব্যাহত রেখেছে এবং ইসরাইলকে যে অধিকার দেওয়া হয়েছে তার অপব্যবহার করছে দেশটি। এ সময় মার্ক ইসরাইলে চলমান আইন এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের বৈষম্যের সমালোচনা করেন। এদিকে সিএনএন-এর এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা।
তারা বলছেন, মার্ক তার সুচিন্তিত মতামত প্রকাশ করেছেন। কিন্তু এর ফলে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া গণমাধ্যমটির উচিত হয়নি। এটি তার বাক-স্বাধীনতা হরণের সামিল। সূত্র : আল জাজিরা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন