বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পাক-ভারত সিরিজের পক্ষে পাপনও

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সন্ত্রাসবাদের আখ্যা দিয়ে একের পর এক পাকিস্তানের সঙ্গে খেলতে অনীহা প্রকাশ করে আসছে ভারত। এমনকি দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ার পরও পাক-ভারত সিরিজ আলোর মুখ দেখেনি। বাধ্য হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড স¤প্রতি দ্বারস্থ হয়েছে আইসিসির। ভারতের কাছে ক্ষতিপূরণ দাবি করে আইসিসির কাছে অভিযোগ দায়ের করে পিসিবি। লক্ষ্য দু’দলের মধ্যে ক্রিকেট সম্পর্ককে পূনঃপ্রতিষ্ঠা করা। কিন্তু আইসিসি পাকিস্তানের আপিল খারিজ করে দেয়ায় সে পথও রুদ্ধ হয়ে গেলো।
তবুও অনেকেই আশা প্রকাশ করছেন ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ হোক। সেই আশাবাদীদের তালিকায় রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও। স¤প্রতি তিনি দায়িত্ব নিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি)। সেই দায়বদ্ধতা থেকেই ঢাকায় দেয়া এক সাক্ষাৎকারে পাপন বলেন, ‘আমি চাই ক্রিকেটকে তার জায়গা ছেড়ে দেয়া হোক। এখনও ক্রিকেট বিশ্বে পাকিস্তান-ভারত ম্যাচ হচ্ছে সবচেয়ে বেশি দেখা একটি ম্যাচ। সবচেয়ে বেশি আকর্ষণীয়।’ এই ইস্যুতে হলেও ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করা উচিৎ বলে মনে করেন তিনি, ‘এই বিষয়টা আমলে নিয়ে হলেও, আমরা আশা করতে পারি তারা একে অপরের বিপক্ষে খেলবে। একই সঙ্গে এশিয়ায় ক্রিকেটের উন্নতির লক্ষ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে পারস্পরিক অনেক খেলা অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।’
পাপন নিজেও চেষ্টা করছেন ভারত এভং পাকিস্তানের মধ্যকার বন্ধ তালা খুলতে। এসিসি প্রেসিডেন্ট হিসেবে এটা তার দায়িত্বও। পাপন বলেন, ‘সত্যি কথা বলতে, এটাই এখন সবচেয়ে বড় ইস্যু এবং আমরা সে চেষ্টাই চালাচ্ছি। আমি খুব আত্মবিশ্বাসী, খুব শিগগিরই ভারত-পাকিস্তানের মধ্যে সিরিজ আয়োজন হবে। বিসিসিআই এবং দেশটির খেলোয়াড়রা সবাই চায় পাকিস্তানের সঙ্গে খেলতে; কিন্তু এখানে এমন এক ইস্যু রয়েছে, যেটাকে বোর্ডগুলো বসে সমাধান করছে না।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন