বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

৬ বছর পর আখাউড়া স্থলবন্দর দিয়ে কয়লা রপ্তানি শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ৪:৫০ পিএম

দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে পুনরায় কয়লা রপ্তানি শুরু হয়েছে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কারক এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও কয়লা রপ্তানিকারক রাজীব উদ্দিন ভূঁইয়া বলেন, রাশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে নৌপথে টন প্রতি ৮০ ডলারে কয়লা আমদানি করে তা টন প্রতি ১১০ ডলারে রপ্তানি করা হচ্ছে।
ভারতের ত্রিপুরায় কয়লার ব্যাপক চাহিদা থাকায় বাংলাদেশি ব্যবসায়ীরা রাশিয়া ও ইন্দোনেশিয়া থেকে নৌপথে আশুগঞ্জ নৌ বন্দরে কয়লা আমদানি করে এবং পুনরায় তা ভারতের ত্রিপুরায় রপ্তানি করছে।
টন প্রতি ১১০ ডলারে সোয়েব ট্রেড ইন্টারন্যাশনাল, মোল্লা ট্রেড ইন্টারন্যাশনাল, বায়জিদ ট্রেড সেন্টার এই তিনটি প্রতিষ্ঠান কয়লা রপ্তানি করে থাকে।
গত কয়েক দিনে ৭০০ টন কয়লা রপ্তানি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কাস্টমস কর্মকর্তা শান্তিবরণ চাকমা।
তিনি জানান, ভারতীয় আমদানিকারকরা রাজ্যে ইটভাটা সহ অন্যান্য কাজে কয়লার ব্যাপক চাহিদা থাকায় বাংলাদেশ থেকে কয়লা আমদানি করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন