বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘ফরম্যাট যত ছোট উইন্ডিজ তত ভয়ঙ্কর’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

গতকালও মাঠে গড়ানোর কথা ছিল মিরপুর টেস্টের পঞ্চম দিনের খেলা। কিন্তু চট্টগ্রাম টেস্টের মত মাত্র পৌনে তিন দিনেই বাংলাদেশের ইতিহাসগড়া জয়ের পর হোম অব ক্রিকেটে চলছে ওয়ানডের প্রস্তুতি। বলতে গেলে টেস্ট সিজিজে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়েই দিয়েছে বাংলাদেশ। আগামী ৯ ডিসেম্বর থেকে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামেই শুরু হবে ওয়ানডে মিশন। তবে টেস্টের মতো রঙিন পোশাকে কাজটা অতটা সহজ হবে না বলেই মনে করছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের মতে, সংস্করণ যত ছোট তত বেশি ভয়ঙ্কর ক্যারিবিয়ানরা।
ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হবে আজ থেকে। তবে টেস্ট শেষ হওয়ার পরদিন থেকেই নিজেদের মতো করে অনুশীলন করছেন অনেকে। গতকালও ঘাম ঝরিয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুনরা। এই দলে ছিলেন মাশরাফিও। গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর আর কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি ওয়ানডে অধিনায়কের। প্রস্তুতিপর্ব একটু বেশি গুরুত্বপূর্ণ তাই তার জন্য। পেস বোলিং কোচ ওয়ালশের তত্তাবধানে এ দিন অনেকটা সময় বোলিং অনুশীলন করলেন মাশরাফি। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, ওয়ানডে সিরিজ নিয়ে তার ভাবনা।
২০১৯ বিশ্বকাপ শেষে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলে তখনই সিদ্ধান্ত জানাবেন তিনি। তবে আপাতত এটাই জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজই দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ সিরিজ বলে ধরে নিচ্ছেন তিনি, ‘প্রথমত আমি বলেছি, আমার মাইন্ড সেটআপ বিশ্বকাপ পর্যন্ত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মনে হচ্ছিল আমি চ্যাম্পিয়ন্স ট্রফির পর পারবো কিনা জানি না। তারপরও আমার ফিটনেস, পারফরম্যান্স ২০১৯ পর্যন্ত চলছিল বলে আমি মোটামুটি এগিয়েছি। সেটাই বলছি আমার বিশ্বকাপ পর্যন্ত মাইন্ড সেটআপ আছে। তারপর রিভিউ করার সুযোগ আছে, আমি যদি সেই অবস্থায় না থাকি তাহলে অবশ্যই আমাকে কুইট করতে হবে। তার আগেও যে কোনো কিছু হতে পারে। ২০১১ বিশ্বকাপের পর আপনাদের এখানেই ৫০% বিশ্বাস করেছিল যে আমার ক্যারিয়ার শেষ। আল্লাহর রহমতে আরও সাত বছর ক্যারি করতে পেরেছি। ওইখানে আমার ফ্যামিলির সবাই ভেবেছিল আমি পারবো কিনা।’
এই সিরিজটা আপাতত ঘরের মাঠে শেষও হতে পারে। আনুষ্ঠানিক কোনো ঘোষণা অবশ্য দেননি মাশরাফি। এই সিরিজ নিয়ে আলাদা করে কিছু ভাবছেনও না, ‘আমার কাছে জাতীয় নির্বাচনে আসার আগে সিরিজগুলো যেমন ছিল, এই সিরিজটাও সেরকম। আমার শেষ আর শুরুতে কিছু আসবে না। তবে অবশ্যই সিরিজটা জিততে চাই। আমার চোখে আট-দশটা সিরিজ যেভাবে খেলছি এটাতেও তাই খেলব।’ আপাতত মাশরাফির মন থাকছে খেলাতেই, সেটাও পরিষ্কার করলেন, ‘আমার পুরোপুরি অনুশীলনে মন আছে। অবশ্যই ১৪ তারিখের পর আমি সিরিজে মনোনিবেশ করবো। অন্যকিছু যা করার ১৪ তারিখের পর- এর আগে পুরোপুরি মনোযোগ খেলার মাঠেই রাখবো। আমি এখনো পুরোপুরি খেলায় আছি। আমার একটা শক্তি আছে, যখন যে কাজটা করি সেটা মন দিয়ে করতে পারি। এটাই আমার শক্তি। আমি এখন খেলা নিয়ে ভাবছি। খেলা শেষ করে যখন যাব তখন পুরোপুরি অন্যকিছুতে মন দেব।’
টেস্ট সিরিজ ২-০তে জয়ের পর টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারানো এতটা সহজ হবে না। মঙ্গলবার একই কথা প্রতিধ্বনিত হলো ওয়ানডে অধিনায়কের কণ্ঠেও। টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানরা বিশ্ব চ্যাম্পিয়ন, ওয়ানডেতেও আছে বিপজ্জনক অনেক ক্রিকেটার। মাশরাফি মনে করিয়ে দিলেন সেসবই, ‘ফরম্যাট যত ছোট, ওয়েস্ট ইন্ডিজ তত ভালো দল। সহজ হবে না। আশা করছি, ভালো লড়াই হবে। টেস্ট সিরিজ জয়ের পর ভালো অবস্থায় আছে দল। সেই আত্মবিশ্বাস ওয়ানডেতেও বয়ে নিতে পারলে ভালো কিছু হবে আশা করি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন