উত্তর : তালাক জায়েজ কাজসমূহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ। তালাক না দিয়ে অর্থাৎ সংসার না ভেঙ্গে অন্য যত উপায় আছে আগে সেসব অবলম্বন করুন। মেয়েটির দিকে চিন্তা করে তালাক না দেওয়ার চেষ্টা করুন। ধৈর্য ধরুন, বহুদিন পরে হলেও বনিবনা হতে পারে। সময়ক্ষেপন করুন, চেষ্টা ও দোয়া করুন। তালাকের পথ ভালো নয়। এরপরও যদি মন স্থির না হয়, তাহলে শরীয়তের বিজ্ঞ আলেমের সহায়তায় তালাকের সুন্নত পদ্ধতি অবলম্বন করে অপ্রিয় সে বিষয়টির দিকে এগুতে হবে। যা কারও জীবনে কাম্য নয়।
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন