বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

ডবলিউ এইচ অডন স্পেন

অনুবাদক : ভবতোষ হালদার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৮ এএম

বিদেশী কবিতা
ডব্লিউ এইচ অডেন জন্ম নেন ১৯০৭-এ মারা যান ১৯৭৩-এ। জন্মেন ইংল্যান্ডের ইয়ার্কে। পিতা ছিলেন ডাক্তার, মাতা সেবিকা। তিনি ছিলেন তার কালে আধুনিক কবি। তিনি ড়ীভড়ৎফ ঢ়ড়বঃৎু-এর সম্পাদক ছিলেন। অডেন সেসিল ডে লিউইস, স্টিফেন স্পেন্ডার, লুইস ম্যাধকনাইসদের নিয়ে অডেন পোয়েট্রি গ্রুপ গড়ে তোলেন।১৯৩৩-এ এরিক মানকে বিয়ে করেন। তিনি ১৯৫৬ থেকে ১৯৬১ খ্রিঃ পর্যন্ত অক্সফোর্ডে কবিতার অধ্যাপক হিসাবে নিয়োজিত ছিলেন। তার বিখ্যাত কবিতাটির নাম ঝঢ়ধরহ।

গতকাল সমগ্র অতীত, ভাষাবিম্ব

চীনে বানিজ্য সড়কে বিসতৃত হচ্ছে; পরিব্যাপ্ত
হিসেব-ক্ষেত্র ও প্রাগৈতিহাসিক সমাধিক্ষেত্র;
সৌরকরোজ্জ্বল জলবিষুবে অতিক্রান্ত আবছায়া-প্রাক্কলন।
পত্র চিহ্নে গতকাল জীবনবীমার হিসেব-নিকেশ,
গত তিথিতে জলরাশি পবিত্র হয়ে যায়, দিন পেরলেই
গাড়ির চাকা ও ঘড়ি আবিষ্কৃত, ঘোটকগুলি বশিভূত
নাবিকদের পৃথিবী গতকাল তুমুল ব্যস্ত ছিল।
কাল কূহক ও অসুরদের বিলোপের দিন ছিল,
উপত্যকায় ঈগলের স্থির প্রেক্ষণের মত স্থবির দূর্গ-প্রাকার,
একদিন জঙ্গলে গির্জে নির্মিত হয়েছিল;
দৈব ভাস্কর্য ও জল নিকাশি নালিকায় গতকাল বিপদের ঈশারা ছিল;
প্রাকার বেষ্টিত খিলানের ভেতর উন্মার্গগামীদের বিচার বসেছিল;
কাল ধর্মোন্মাদ লোকেদের ভেতর সরাইখানায় তুমুল বিতর্ক
ও ঝরণা পারে অবিশ্বাস্যভাবে কারও কারও রোগমুক্তি ঘটেছিল;
কাল ডাইনীদের উপাসনা বসেছিল; কিন্তু আজ সংঘর্ষ ।
গতকাল ডায়নামো ও টারবাইন পত্তনের দিন,
কাল ছিল উপনিবেশ মরুতে রেলপথ নির্মাণের দিন,
গতকাল মানব সভ্যতার উৎস নির্ণয়ের ধূরপদি ভাষণের
দিন ছিল, আজ সংগ্রামের দিন।
গতকাল গ্রীসের পরম মূল্য বিশ্বাসের দিন,
বীরের মৃত্যুর ‘পরে নেমে আসে যবনিকা পতন,
গতকাল সূর্যাস্তে প্রার্থাণার আয়োজন,
উন্মাদদের উপাসনার দিন, আজ তুমুল যুদ্ধ।
কোন কবির স্বগত সংলাপে পাইন বন বিস্মিত,
নয় উচ্ছৃত জলপ্রপাতে নিবিড় গান,
হেলানো গম্বুজ ঋজু হয়ে ওঠে খাড়া উপরে।
্রহে আমার ভবিতব্য, পাঠাও কোন নাবিকের নিয়তিতে ’’
কোন কৃতি অনুসন্ধানি আপন গুনে (অসমাপ্ত)

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন