রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষের কান্ডারি কে?

বাজিতপুর (কিশোরগঞ্জ) থেকে মো. রফিকুল ইসলাম | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে আ.লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। একজন মহিলা প্রার্থী (জাসদ রব)-এর মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাদের মনোনয়নপত্র বৈধ তারা হলেনÑ আ.লীগের আলহাজ মো. আফজাল হোসেন, শেখ মজিবুর রহমান ইকবাল ও মাহমুদুর রহমান উজ্জল (বিএনপি)। অধ্যাপক ফরিদ আহম্মদ (সিপিবি) কাজী ইব্রাহিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) খন্দকার মুসলেহ উদ্দিন (বিপ্লবী ওর্য়াকার্স পার্টি) গাজী এনায়েতুর রহমান (গণতান্ত্রিক পার্টি) কামরুজ্জামান খান (মুসলিম লীগ)। এই আসনটি জেলার গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত হয়। আওয়ামী বিরোধী ঘাঁটি হিসেবেও পরিচিতি লাভ করে।

’৭৩ সালের পর থেকে এখানে আওয়ামী বিরোধীরাই এমপি নির্বাচিত হন। বিএনপির আমির উদ্দিন আহম্মদ দুইবার, মজিবুর রহমান মঞ্জু দুইবার মুসলিম লীগের খালেকুজ্জামান খান একবার সম্মিলিত বিরোধী দল (কপ) থেকে মফিজুর রহমান রোকন। ২০০৮ সালে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. আফজাল হোসেন বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মজিবুর রহমান মঞ্জুকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। ২০১৪ সালে ও তিনি বিনা প্রতিদ্ব›িদ্বতায় এমপি নির্বাচিত হন। ২০১৮ সালে নিজ দলের সাতজন মনোনয়নপ্রত্যাশীকে পেছনে ফেলে তিনি মনোনয়ন পান। এদিকে বিএনপি ও ২০ দলীয়জোটের পক্ষে তিনজন মনোনয়নপত্র দাখিল করেন এবং তিনজনেরই মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়। ধানের শীষের প্রার্থী কে হবেন এ নিয়ে ভোটারদের মাঝে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে শেখ মজিবুর রহমান ইকবাল ও মাহমুদুর রহমান উজ্জলকে চিঠি দিয়েছেন। অপর দিকে ২০ দলীয় জোট ভোক্ত মুসলিম লীগের কামরুজ্জামান মনোনয়ন দাখিল করেছেন এবং তা বৈধ হয়েছে। এ নিয়ে সবার মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে কে পাচ্ছেন ধানের শীষ?

মাহমুদুর রহমান উজ্জল সাবেক ছাত্রদল নেতা এবং জনপ্রিয় এমপি মজিবুর রহমান মঞ্জুর ছেলে তিনি বলেছেন, তিনিই বিএনপির বৈধ প্রার্থী, বাবার ইমেজকে সামনে রেখে এবার তিনি এমপি হতে চান। এদিকে শেখ মজিবুর রহমান ইকবাল একজন ধণাঢ্য ব্যবসায়ী। তিনি এর আগেও একবার বিএনপির টিকিট পেয়েছিলেন। কিন্তু মঞ্জু সমর্থকদের আন্দোলনের মুখে টিকতে পারেননি। তিনি বলেন, এবার তিনিই মূলত বিএনপির প্রার্থী তার কোনো সমস্যা হলে বিকল্প হিসেবে মাহমুদুুুর রহমান উজ্জলকে চিঠি দেয়া হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। কামরুজ্জামান খান সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোনেম খানের বড় ছেলে মুসলিম লীগের সভাপতি ২০ দলীয় জোটের অন্যতম নেতা। তার সমর্থকরা জানান, তিনিই পাবেন ধানের শীষ। আগামী ৯ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে কার ভাগ্যে জুটে ধানের শীষ মার্কা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন