বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোরমুক্ত দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

বর্ণাঢ্য আয়োজনে যশোরমুক্ত দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার শহরের টাউন হল রওশন আলী মঞ্চে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বেলুন উড়িয়ে বর্ণিল শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল আওয়াল।

এসময় উপস্থিত ছিলেন একাত্তরে বৃহত্তর যশোর মুজিব বাহিনীর কমান্ডার আলী হোসেন মনি, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড. রবিউল আলম, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, এইএচএম মুযহারুল ইসলাম মন্টু, মোহাম্মদ আলী স্বপন, আফজাল হোসেন দোদুল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বুলুল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডিএম শাহিদুহজ্জামান প্রমুখ। শোভাযাত্র দড়াটানা, চৌরাস্তা হয়ে মণিহার এলাকার বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়। এতে হাজারো মানুষ অংশ নেন। বিজয়স্তম্ভে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন