বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চীনে জাতীয় সাঁতার দল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

 আন্তর্জাতিক সাঁতার সংস্থা (ফিনা)’র ব্যবস্থাপনায় গতকাল থেকে শুরু হয়ে ১৭ ডিসেম্বর পর্যন্ত চীনের হাংজো শহরে অনুষ্ঠিত হবে ১৪তম ফিনা ওর্য়াল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপ। এ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ছয় সদস্যের বাংলাদেশ জাতীয় সাঁতার দল গতকাল মধ্যরাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। প্রতিযোগিতা শেষে ১৭ ডিসেম্বর রাতে ঢাকায় ফিরবে দলটি।
বাংলাদেশ দলের সদস্যরা হলেন- মোহাম্মদ মাহফিজুর রহমান, মাহমুদুন্নবী নাহিদ, সোনিয়া আক্তার, নাঈমা আক্তার (সাঁতারু), নাজিম উদ্দিন (টিম অফিসিয়াল) এবং এসএম কবিরুল হাসান (এন-এফ রিপ্রেজেন্টেটিভ)।
প্রতিযোগিতায় সাঁতারু মাহফিজুর রহমান ৫০ ও ১০০ মিটার ফ্রি স্টাইলে, মাহমুদুন্নবী নাজিদ ৫০ ও ১০০ মিটার বাটারফ্লাইয়ে, সোনিয়া আক্তার ৫০ মিটার ফ্রি স্টাইল ও বাটার ফ্লাইয়ে এবং নাঈমা আক্তার ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে পুলে নামবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন