বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এলিয়েনরা পৃথিবী ঘুরে গেছে, আমরা দেখতে পাইনি : নাসা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৮, ৮:৩৫ পিএম

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)-র এক কম্পিউটার বিজ্ঞানী বলেছেন, ভিনগ্রহের বাসিন্দা অর্থাৎ এলিয়েনরা পৃথিবীতে এসে ঘুরে গেছে, কিন্তু আমরা তাদের দেখতে পাইনি। নাসার সিলভানো পি কলম্বানো তার সম্প্রতি প্রকাশিত এক গবেষণাপত্রে এমনটাই দাবি করেছেন। নাসা তার গবেষণাপত্রটি প্রকাশ করেছে। 

নাসার অ্যামেস রিসার্চ সেন্টারের কম্পিউটার বিজ্ঞানী সিলভানো পি কলম্বানো কেন আমরা এলিয়েনদের দেখতে পাইনি তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘ভিনগ্রহের বাসিন্দাদের যে ছবি আমরা এত দিন ভেবেছি, মনে মনে যে ছবি এঁকেছি, তার সঙ্গে ভিনগ্রহীদের চেহারার কোনো মিল নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা ভেবে এসেছি এলিয়েনদের শরীর কোনো কার্বন যোগ দিয়ে গড়া। আদৌ হয়তো তা নয়। তাই পৃথিবী ঘুরে গেলেও আমরা এলিয়েনদের দেখতে পাইনি।’
ওই গবেষণা নিবন্ধে কলম্বানো লিখেছেন, ‘এলিয়েনদের সম্পর্কে আমাদের ধ্যানধারণায় গলদ রয়েছে। আমরা মহাকাশের বিভিন্ন স্থানে যাওয়ার পরিকল্পনা করছি। অনেক জায়গায় হয়তো যেতেও পারছি। কিন্তু এলিয়েনরাও যে পৃথিবীতে ঘুরে বেড়াতে পারে বা তাদের সেই ভ্রমণ যে আমাদেরও আগে শুরু হয়ে থাকতে পারে, এটা আমরা মাথায় রাখছি না।’
তিনি আরো বলেছেন, ‘এলিয়েনরা হলো সুপার ইন্টেলিজেন্ট বা অত্যন্ত বুদ্ধিমান। তাদের শরীরের গঠন অন্যরকম কিংবা খর্বাকৃতির হতে পারে। এলিয়েনদের দেখার মতো কোনো প্রযুক্তি এখনও আমাদের হাতে আসেনি। তাই হয়তো আমাদের চোখে পড়েনি তারা।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
শামসুজ্জামান তপন ৮ ডিসেম্বর, ২০১৮, ৯:০৮ পিএম says : 0
Hypothetical বিশ্লেষণ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন