শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ম্যার্কেলের বদলে ‘মিনি-ম্যার্কেল’ কারেনবাউয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ৪:৫০ পিএম

জার্মানির খ্রিষ্টীয় গণতন্ত্রী দল সিডিইউর নতুন প্রধান নির্বাচিত হয়েছেন আনেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার৷ ফলে তিনি চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের স্থলাভিষিক্ত হচ্ছেন৷ শুক্রবার হামবুর্গে রান-অফ ভোটে তিনি ফ্রিডরিশ ম্যার্ৎসকে হারান৷
এর আগে প্রথম রাউন্ড ভোটে ৯৯৯ ভোটের মধ্যে ৪৫০ ভোট পেয়েছিলেন কারেনবাউয়ার৷ ম্যার্ৎস পেয়েছিলেন ৩৯২ ভোট৷ আর স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান পেয়েছিলেন ১৫৭ ভোট৷ পরে কারেনবাউয়ার আর ম্যার্ৎসের মধ্যে রান-অফ হলে কারেনবাউয়ার পান ৫১৭ ভোট আর ম্যার্ৎস ৪৮৭ ভোট৷
গত ফেব্রুয়ারি মাসে ম্যার্কেল তার উত্তরসূরি বিবেচনা করে কারেনবাউয়ারকে দলের সাধারণ সম্পাদক পদে নিয়ে আসেন৷ ম্যার্কেলের নীতির প্রতি কারেনবাউয়ারের সমর্থনের কারণে মাঝেমধ্যে তাকে ‘মিনি-ম্যার্কেল' হিসেবেও উল্লেখ করা হয়েছে৷
এর আগে সকালে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সিডিইউ প্রতিনিধিদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেন৷ গত অক্টোবরে তিনি আর সিডিইউ-র প্রধানের জন্য নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন৷ তার শরণার্থী নীতির জন্য দলের প্রতি ভোটারদের জনসমর্থন কমে যাওয়ায় এবং কয়েকটি আঞ্চলিক নির্বাচনে দল খারাপ ফল করায় রাজনীতি থেকে বিদায়ের সিদ্ধান্ত নেন ম্যার্কেল৷ তবে সরকারের বাকি সময়টুকু তিনি চ্যান্সেলর হিসেবে থেকে যাচ্ছেন৷ সূত্র: রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন