বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

টেকনোক্র্যাট চার মন্ত্রী থাকছে না

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ৬:২১ পিএম

টেকনোক্র্যাট চার মন্ত্রীকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছে
মন্ত্রিপরিষদ বিভাগ। প্রেসিডেন্ট আব্দুল হামিদের স্বাক্ষর হলে রাতেই প্রজ্ঞাপন জারি
মন্ত্রিপরিষদ বিভাগের সরকার গঠন ও রাষ্ট্রাচার অধিশাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ইনকিলাবকে বলেন, কিছু
আনুষ্ঠানিতা বাকি রয়েছে। আজ রাতে বা কাল সকালেই প্রজ্ঞাপন জারি হতে পারে।

নাম প্রকাশে এক অতিরিক্ত সচিব বলেন, টেকনোক্র্যাট চার মন্ত্রীকে অব্যাহতি দিয়ে
প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন এখন প্রেসিডেন্টের স্বাক্ষর বাকি রয়েছে। তিনি আসলে
হয়ে যাবে।

গত ৩ ডিসেম্বর বর্তমান সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর
নির্দেশে গত ৬ নভেম্বর পদত্যাগপত্র দিয়েছিলেন চার মন্ত্রী। ওইদিন প্রধানমন্ত্রীর কাছে
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার, ধর্মমন্ত্রী
অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবেই ‍নূরুল
ইসলাম বিএসসি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান পদত্যাগপত্র জমা
দিয়েছেন।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনির্বাচিত এই চার
মন্ত্রীকে অব্যাহতি দিচ্ছেন শেখ হাসিনা। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ
নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জনের পর ১২ জানুয়ারি শেখ হাসিনা
তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। সরকার গঠনের সময় ১২
জানুয়ারি অধ্যক্ষ মতিউর রহমান, ২০১৫ সালের ১৪ জুলাই নূরুল ইসলাম বিএসসি,
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এবং মোস্তাফা জব্বার চলতি বছরের ৩
জানুয়ারি সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীর দায়িত্ব পান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে
বর্তমান মন্ত্রিসভায় ৩৩ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী এবং এব্ং দুই জন উপ-মন্ত্রী
আছেন। এদের মধ্যে টেকনোক্র্যাট কোটায় চারজন মন্ত্রী রয়েছেন। মন্ত্রীর পদমর্যাদায়
প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ
এরশাদ। এছাড়াও মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টা রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন