শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউরোপের মতো যুক্তরাষ্ট্রেও হামলা চালাতে পারে আইএস : ক্ল্যাপার

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের স্থানীয় সমর্থক গোষ্ঠীগুলোকে ব্যবহার করে বিভিন্ন স্থানে ইউরোপের কায়দায় হামলা চালানোর সামর্থ্য রয়েছে জিহাদি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস)। মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান জেমস ক্ল্যাপার আশংকা প্রকাশ করে এ তথ্য জানিয়েছেন। দেশটিতে অসংখ্য মানুষকে হতাহত করতেও সংগঠনটি সক্ষম বলে জানান শীর্ষ ওই গোয়েন্দা কর্মকর্তা। সন্ত্রাসবাদ, ওসামা বিন লাদেন, আল-কায়েদা এবং আইএস বিষয়ে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে আইএসের হামলা করার সক্ষমতা প্রসঙ্গে ক্ল্যাপার বলেন, তাদের সক্ষমতা আছে। গত বছরের নভেম্বরে ফ্রান্সে রাজধানী প্যারিসে আইএসের হামলার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের যে বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন তা হচ্ছে তারা (আইএস) যেকোনো সময় প্যারিস বা ব্রাসেলসের মতো করে হামলা চালাতে পারে। গত বছর প্যারিসের ওই হামলায় ১৩০ জন লোক নিহত হয়েছিল এবং চলতি বছরের মার্চে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি রেল স্টেশন এবং একটি বিমান বন্দরে আলাদা হামলায় নিহত হয় আরো ৩২ জন। আহত হয় ৩০০ জন লোক। তবে প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার কয়েকজন নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, আইএসের হামলার আশঙ্কা তুলনামূকভাবে কম এবং তা হলে যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত রাখার বিষয়ে তাদের জোর প্রচেষ্টা আছে। সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন