বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জটিল জেনেটিক রোগ প্রজেরিয়ায় আক্রান্ত নিহালের মৃত্যু

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিরল জেনেটিক রোগ প্রজেরিয়া নিয়ে ভারতে জনসচেতনতামূলক প্রচার চালানো নিহাল বিটলা মারা গেছেন। মুম্বাইয়ের বাসিন্দা ১৫ বছর বয়সী বিটলা প্রজেরিয়ায় আক্রন্ত ছিলেন। প্রজেরিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় তার শরীরের বয়স প্রায় আটগুণ দ্রুত বৃদ্ধি পায়। শিশু বয়সেই তাদের দেহ বৃদ্ধদের মতো হয়ে যায়। বিবিসি জানায়, প্রজেরিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাতেন বিটলা। প্রজেরিয়া আক্রান্তদের নিয়ে বোস্টনে একটি ক্লিনিক্যাল ট্রায়ালে বিটলা ভারতের আরও ৬০ জন প্রজেরিয়া রোগীকে নিয়ে অংশ গ্রহণের চেষ্টা করার সময় প্রথম গণমাধ্যমের নজরে আসেন। সম্প্রতি বিটলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হ্যাটসঅনফরপ্রজেরিয়া’ নামে একটি প্রচারাভিযান চালান এবং একদল সমর্থককে নিয়ে মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশনে জড় হন। এছাড়া ব্যাঙ্গালুরুতে ‘রানফরপ্রজেরিয়া’ নামে একটি ইভেন্টের আয়োজনও করেন। ফেসবুক পেজ ‘হিউম্যানস অব বোম্বে’তে বিটলার জীবন কাহিনী প্রকাশ পাওয়ার পর গত বছর ডিসেম্বরে বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান বিটলার সঙ্গে সাক্ষাৎ করেন। জি নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন