শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারত লঙ্গরখানা নয় যে অবৈধরা স্থায়ীভাবে বাস করবে : অমিত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, ভারত কোনও ‘ধর্মশালা’ বা লঙ্গরখানা নয় যে এখানে অবৈধ ব্যক্তিরা এসে স্থায়ীভাবে বসবাস শুরু করবে। আসামের জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) থেকে বাদ পড়া বাঙালিদের উদ্দেশ করে শনিবার তিনি এ মন্তব্য করেন। অবৈধ অভিবাসীদের ভারতের জন্য হুমকি উল্লেখ করে বিজেপি সভাপতি বলেন, দেশের মৌলিক সমস্যা সমাধানের একটি উপায় হচ্ছে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং এর সঙ্গে বিজেপিকে জড়ানো উচিত হবে না। অমিত শাহ বলেন, এনআরসি কেবল বিজেপির সঙ্গে সম্পৃক্ত এমনটা ভাবা উচিত হবে। এটা দেশের মৌলিক সমস্যা সমাধানের একটি উপায়। এটা কীভাবে সম্ভব যে কেউ চাইলে এখানে এসে স্থায়ীভাবে থাকা শুরু করলো? দেশ এভাবে চলতে পারে না। যারা এদেশের নাগরিক কেবল তাদেরই এখানে থাকার এবং দেশের সম্পদ ব্যবহারের অধিকার রয়েছে। দৈনিক জাগরণ মিডিয়া গ্রুপ আয়োজিত জাগরণ ফোরামে বক্তৃতা দেয়ার সময় বিজেপির এই নেতা বলেন, এই দেশ ধর্মশালা (লঙ্গরখানা) নয় যে যে কেউ এসে এখানে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করতে পারে। উল্লেখ্য, ভারতের আসামে নাগরিকত্বের তালিকা অর্থাৎ এনআরসিতে যাদের নাম ওঠেনি, তাদের দাবি ও আপত্তি লিপিবদ্ধ করার সময়সীমা শেষ হচ্ছে ১৫ ডিসেম্বর। ৪০ লাখ মানুষের নাম বাদ পড়লেও সেই তুলনায় আবেদন তেমন একটা পড়েনি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। এতে সময় শেষে অনেকে প্রাথমিক আপিলের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলে শঙ্কা দেখা দিয়েছে। ওয়ান ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন