ফরিদপুরের ইতিহাসে নানা রাজনৈতিক সমৃদ্ধ মেরুকরণে উপমহাদেশ পর্যন্ত খ্যাতি আর যশে যে পরিবারের অবস্থান সর্বজন স্বীকৃত ও শ্রদ্ধার। ৫ বারের এমপি, তিন বারের মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সিনিয়র সহ-সভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতিকে লড়ছেন। তার কন্যা চৌধুরী নায়াবা ইউসুফ গত ১০ বছর পিতার আদলে ফরিদপুরের মানুষকে আপন করে নেবার সংকল্পে অবিরাম এই জনপদের হাট-ঘাট-মাঠ গ্রামে ঘুড়ে বেড়াচ্ছেন। তারুণ্যদিপ্ত তরুণ সমাজে বেশ সমাদৃত হচ্ছেন। তিনি ঢেউ তুলেছেন তারুণ্যের সমাজে। তার আতিথিয়তা, সুন্দর ব্যবহার, মিষ্টি আলাপ, রাজনৈতিক আবেগ, নেতাকর্মীদের বিপদ-আপদে ঝাপিয়ে পড়াসহ নানা কারণে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। চন্দ্রজ্যোতি মনোহরি বদনের অপরূপ এক মানবী পিতার জন্য আজ ফরিদপুরের জনপদে ঘরে ঘরে ভোট চাইছেন ধানের শীষে। তিনি বলেন, দেখুন আমাদের পরিবার দুশো বছর এই জনপদে মানুষের জন্য কাজ করছে। রাজনীতি, সাংস্কৃতি, ক্রীড়া সকল ক্ষেত্রে আমাদের সম্পৃক্ততা রয়েছে। জমিদার পরিবারের ঐতিহ্য হিসেবে নয়, গণ মানুষের বন্ধু হিসেবে আমার পরিবারের সবাই কাজ করেছে এই জেলায়। আমি আমৃত্যু এ জেলার মানুষের জন্য আমার পিতার মত কাজ করে যেতে চাই। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে তিনি বলেন, দেশে কি চলছে তা আপনারা দেখছেন, ফরিদপুরে আমাদের নেতাকর্মীদের উপর একের পর এক হামলা হচ্ছে। তারপরও মানুষের মধ্যে ব্যাপক সাড়া রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে ধানের শীষ জয় পাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন