রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ধানের শীষ নিয়ে জোটের ২৫ প্রার্থী

ইসিতে বিএনপির চিঠি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নিবন্ধিত আট দলের ২৫ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি। গতকাল রোববার বিকাল সাড়ে ৩টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা এই তালিকাটি প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দেন দলটির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান।
চিঠিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আট দলের ২৫ প্রার্থী ধানের শীষ প্রতীকে লড়বেন। এদের অনুকূলে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে ওই চিঠিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে বিএনপি। গণফোরাম থেকে মোট সাতটি আসনে প্রার্থী দেয়া হয়েছে। প্রার্থীরা হলেন- কুড়িগ্রাম-২ আমসাআ আমিন, পাবনা-১ অধ্যাপক আবু সাইয়িদ, ময়মনসিংহ-৮ এইচ এন খালেকুজ্জামান, ঢাকা-৬ সুব্রত চৌধুরী, ঢাকা-৭ মোস্তফা মহসীন মন্টু, মৌলভীবাজার-২ সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া। এলডিপির জন্য বরাদ্দ চারটি আসনের মধ্যে ময়মননিংহ-১০ আসনে সৈয়দ মাহবুব মোরশেদ, কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ, লক্ষীপুর-১ আসনে মোহাম্মদ শাহাদাৎ হোসেন ও চট্টগ্রাম-৭ আসনে মোহাম্মদ নুরুল আলম। এছাড়া দলের সভাপতি কর্নেল অব. অলি আহমেদ বীর বিক্রম জোটের হয়ে লড়বেন দলীয় প্রতীকে। আ স ম আবদুর রবের জেএসডিকে দেয়া হয়েছে চারটি আসন।
##

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন