শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পাঁচবিবি সীমান্তে বালুবাহি মেসি ট্রাক্টর থেকে ফেন্সিডিলসহ চালক আটক

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ১২:৫১ পিএম

আজ সোমবার ভোররাতে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অভিনব কায়দায় বালুবাহি মেসি ট্রাক্টরের ট্রলিতে পাচারের সময় ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মেসির চালক সুজন মিয়াকে (২৫) আটক করেছে আটাপাড়া বিজিবি সদস্যরা। সুজন উত্তর গোপালপুর গ্রামের মোস্তোর ছেলে।
বিজিবি আটাপাড়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন আটাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মঞ্জুর নেতৃত্বে বিজিবি সদস্যরা আটাপাড়া বেলীব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ১টি বালুবাহী মেসি ট্রাক্টর আটক করে। পরে বালু ভর্তি ট্রলি থেকে ৯৯ বোতল ফেন্সিডিল সহ মেসির চালক সুজন মিয়াকে আটক করে। অপর দিকে একই সময় পৃথক অভিযান চালিয়ে শরীরে ফিটিং অবস্থায় ২৯ বোতল ফেন্সিডিল সহ হাসানুল (২২) নামক অপর এক মাদক পাচারকারীকে আটক করে। সে পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের পুত্র বলে বিজিবি সূত্রে জানা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন