রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : স্বামীকে না বলে তার কাছ থেকে টাকা নিয়ে নেয়া কি স্ত্রীর জন্য গুনাহের কাজ হবে?

তাসফিয়া আহম্মেদ
রংপুর।

প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:১১ এএম

উত্তর : গুনাহের কাজ হবে। কারণ, স্ত্রীকে প্রদত্ত টাকা-পয়সা ছাড়া স্বামীর বাকি টাকা তার একান্ত নিজের। এসব সম্মতি ছাড়া স্ত্রী স্পর্শও করতে পারবে না। না বলে নিলে গুনাহ হবে। অবশ্য যদি জরুরি প্রয়োজনে নেয়, আর এতে স্বামীর সম্মতি থাকবে বলে দৃঢ় বিশ্বাস থাকে, কিংবা সংসারের প্রয়োজনেই নেয়, বলতে গেলে যা স্বামীর পক্ষ থেকেই নেয়া তাতে কোনো অসুবিধা নেই। কেবল নিজের প্রয়োজনে নিলেও পরে বলে তার সম্মতি নিয়ে নিতে হবে। এটি স্বামী-স্ত্রীর মধ্যকার সমঝোতা ও বোঝের ব্যাপার।

সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Kawsar ১৪ ডিসেম্বর, ২০১৮, ১২:১০ পিএম says : 0
সুন্দর সঠিক হয়েছে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন