রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

৩০ ডিসেম্বর ধানের শীষের জোয়ারে নৌকা ভেসে যাবে

রাবিতে মিজানুর রহমান মিনু

রাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

দীর্ঘদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে প্রচারণা চালিয়েছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকায় প্রচারণা চালিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু। ক্যাম্পাসে প্রকাশ্যে আসতে পারায় ফুরফুরে মেজাজে দেখা গেছে ছাত্রদলের নেতাকর্মীদেরও। ক্যাম্পাসে ভোটের প্রচারণায় অংশ নিতে দেখা গেছে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদেরও।
প্রচারণা শেষে তিনি বলেছেন, সাগরে প্রবল স্রোতের সামনে বালির বাঁধ যেমন ভেসে যায়, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষের জোয়ারে নৌকা তেমনিভাবে ভেসে যাবে। গতকাল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্বাচনী প্রচারণা শেষে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিজানুর রহমান এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে মিনু বলেন, আপনারা ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। সামনের দিনগুলোতে আপনাদের উপর অনেক বাধা আসবে। ধৈর্য ধারণ করে সকল বাধা অতিক্রম করে ধানের শীষের পক্ষে কাজ করে যেতে হবে। কারণ এ নির্বাচন গণতন্ত্র ও বাংলাদেশকে রক্ষার নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন। বিএনপির এ সাবেক সংসদ সদস্য রাজশাহীর বর্তমান অবস্থা সম্পর্কে বলেন, ১৯৯১ থেকে ১৯৯৬ ও ২০০১ থেকে ২০০৬ সাল রাজশাহী ছিল ক্লিন সিটি। বর্তমান সরকার ওয়ান ইলেভেনের কৌশলীদের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় আসার পর বিগত ১০ বছরে রাজশাহীকে মাদক, সন্ত্রাস ও ছিনতাইয়ের নগরীতে পরিণত করেছে।’ এ সময় রাজশাহী মহানগরীর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলসহ মহানগরী ও মতিহার থানা বিএনপির প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন