মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া নিয়ে মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষ ও হাতপাখা প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নির্বাচনের প্রচার ও গণসংযোগের প্রথম দিনে দুইটি নির্বাচনী প্রচারণা কেন্দ্র উদ্বোধন করেন ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল হাই। উদ্বোধন শেষে ইমামপুর ইউনিয়নের রসুলপুর প্রচার কেন্দ্রে সংক্ষিপ্ত আলোচনা সভা করেছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আব্দুল হাই বলেন, আপনারা বিএনপির পরিক্ষীত নেতাকর্মী। অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। এখন আমাদের মূল কাজ ৩০ ডিসেম্বরের নির্বাচন সফল করা। প্রত্যেক মা-বোনদের ঘরে ঘরে গিয়ে বেগম খালেদা জিয়ার উন্নয়ন বুঝাতে হবে এবং ধানের শীষ মার্কায় ভোট দিতে উৎসাহী করতে হবে বলে। সাবেক কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা যুবদল সাধারণ সম্পাদক মো. মজিবুব রহমান বলেন, বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। প্রত্যেক গ্রামে গ্রামে ভোট কমিটি করে ধানের শীষ মার্কায় ভোট চাইতে অনুরোধ জানান কর্মীদের। এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি ছৈয়দ ছিদ্দিকুল্লাহ ফরিদ, সাধারণ সম্পাদক ইসহাক আলী, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিলন দর্জি, সিনিয়র সহ-সভাপতি আহছান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম রনি, ছাত্রদল সভাপতি মাহাদি ইসলাম (বাবু), রফিকুল ইসলাম (মাছুম), বোরহান উদ্দিন ভূইয়া, নাছের ভূলু প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন