রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কোনো বাধাই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না

মিজানুর রহমান মিনু

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনুু বলেছেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত এবং গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য এ নির্বাচনে বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট অংশ গ্রহন করেছে। যত বাধাই আসুক কোনভাবেই বিএনপি জোট নির্বাচন বর্জন করবেনা। সে সাথে বিএনপি জোটের বিজয় কেউ রোধ করতে পারবেনা। এখন তাঁর সংসদীয় আসনসহ দেশব্যাপি বিএনপি’র জোয়ার বইছে বলে তিনি উল্লেখ করেন। সরকারি দলের বাধা সম্পর্কে বলেন, সরকারি দল তাদের ব্যানার, পোস্টার, লিফলেট ছিড়ে ফেলছে ও নির্বাচনী অফিস ভাঙচুর করছে। কিন্তু বিএনপি এখনো ধৈর্য্যরে পরিচয় দিচ্ছে। বিএনপি কোনদিন সহিংস রাজনীতি করেনি, এখনো করবেনা। যারা এগুলো করছে এবং মদদ দিচ্ছে তারাই জনগনের নিকট হেয় প্রতিপন্ন হচ্ছে। এতে করে বিএনপি’র কোন ক্ষতি হচ্ছেনা। আওয়ামী লীগ বিএনপিকে সন্ত্রাসী দল বলে। কিন্তু দেশবাসী এখন জানছে কারা সন্ত্রাসী দল। জনগণ তাদের ভোটের মাধ্যমে এ অত্যাচার ও নির্বাচনী আচরণ বিধি লংঘনের বিরুদ্ধে রায় দেবে।
মিনু বলেন, তিনি রাজশাহীতে যে উন্নয়ন করেছেন জনগণ তা ভুলে যায়নি। জনগণ ভাল করে জানেন বিএনপি সরকারের আমলে রাজশাহীর সকল উন্নয়ন হয়েছে। তাঁর আমলে রাজশাহীতে শহর রক্ষা বাধ, পলিটেকনিক্যাল, টিভি সেন্টার, সিটি বাইপাস সড়ক, ভূবনমোহন পার্কের শহীদ মিনার, পানি শোধনাগার, সুইমিংপুল, মহিলা পলিটেকনিক্যাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ শয্যা থেকে ১০০০ হাজার শয্যায় রুপান্তরিতসহ নানাবিধ উন্নয়ন করেন। এ ছাড়াও জনগণ তাঁকে একজন কাছের মানুষ হিসেবে জানেন। তাঁকে সবাই শ্রদ্ধা, সম্মান ও স্নেহ করেন বলে উল্লেখ করেন। আগামীতে রাজশাহীকে একটি ইন্ডাষ্ট্রিয়াল জোন, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দুগ্ধদান মায়েদের সহায়তা বৃদ্ধি, শিক্ষা প্রসারে মহিলা ক্যাডেট, কৃষি বিশ^বিদ্যালয় ও প্রকৌশলী কলেজ প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি। এ ছাড়াও ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে যুগোপোযোগী পদক্ষেপ গ্রহন করবেন।
গতকাল সকালে নগরীর ২ নম্বর ওয়ার্ড থেকে তার নির্বাচনী প্রচারনা শুরু করেন। এ সময় তার সাথে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন