শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভবন নির্মাণে রডের বদলে বাঁশ: প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় কৃষি অধিদপ্তরের ভবন নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি মনি সিংকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ১২ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে দামুড়হুদা মডেল থানায় মামলাটি করা হয়।
উল্লেখ্য, এই ঘটনার অভিযোগে করা মামলায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান জয় ইন্টারন্যাশনালের মালিক মণি সিং, পরামর্শক প্রতিষ্ঠান ঢাকার ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের (ইসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সাত্তার, প্রকল্পের ক্রয় বিশেষজ্ঞ মো. আইয়ুব হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. কামাল হোসেনকে আসামি করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন