বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঝিনাইগাতীতে নৌকার ক্যাম্পে বিস্ফোরণ

ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

ঝিনাইগাতীতে আ.লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক চাঁন এমপির নৌকা প্রতীকের চারটি নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটনার প্রতিবাদে গতকাল স্থানীয় যুবলীগ প্রতিবাদ মিছিল করেছে। উল্লেখ্য, ১৪ ডিসেম্বর রাতে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় মামলা হয়েছে। মামলায় বিপ্লব ও শহীদুল নামে দুই বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, ঐদিন রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ঝিনাইগাতী উপজেলা সদরে যুবলীগ কার্যালয়, রাংটিয়া, তিনানী, বনগাঁও ও ধানশাইল বাজারের চারটি নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে একযোগে এ ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ওই সময় দলীয় নেতাকর্মীরা আতঙ্কগ্রস্ত হয়ে পরে। ঘটনার পরপরই আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করে উপজেলা সদরে বিক্ষোভ করে।
এ ছাড়া শনিবার সন্ধ্যার পর যুবলীগ অফিসে এক প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করে। ককটেল বিস্ফোরণের বিষয়ে বিএনপি দলীয় নেতাকর্মীদেরকে দায়ী করা হচ্ছে বলে জানা যায়। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, আ.লীগের চারটি নির্বাচনী অফিসে একযোগে ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন