রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাশরাফির পক্ষে সমর্থকরা : ধানের শীষের প্রার্থী নিজেই মাঠে

নড়াইল-২ আসনে জমজমাট প্রচারণা

লোহাগড়া (নড়াইল) থেকে আবদুস ছালাম খান | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

নড়াইল-২ আসনে ক্রিকেট তারকা মাশরাফি বিন মোর্ত্তজাকে নির্বাচনে জয়ী করতে ভোটের মাঠে নেমে পড়েছে আ.লীগ নেতাকর্মীসহ নৌকা মার্কার সমর্থকেরা। তবে তার মূল প্রতিদ্ব›দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী ২০ দলীয় জোটের শরিক দল ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ নিজেই ভোটের মাঠে নেমে পড়েছেন। যেহেতু নির্বাচনী প্রচার কাজে মাশরাফি এখনো এলাকায় আসেননি। তাই তার সমর্থকেরা এবং আ.লীগসহ জোটের নেতাকর্মীরা ভোটের মাঠে নেমে পড়েছে। বসে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী ডা. নাসির উদ্দিন। ফলে ইতোমধ্যে নড়াইল-২ আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে।

নড়াইল-২ আসনে আ.লীগ এবং ২০ দলীয় জোট তথা ঐক্যফ্রন্টের প্রার্থী ছাড়াও আরও পাঁচজন প্রার্থী বিভিন্ন দলের হয়ে নির্বাচন করছেন। এর মধ্যে জাতীয় পার্টির (এরশাদ) জেলা সভাপতি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ লাঙ্গল প্রতীকে , এনপিপির (ছালু) জেলা সভাপতি মনিরুল ইসলাম আম প্রতীকে , ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দীন হাতপাখা প্রতীকে , ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহাবুবুর রহমান মিনার প্রতীকে এবং জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির শওকত আলী তারা প্রতীকে নির্বাচন করছেন। আ.লীগ ও বিএনপি জোটের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর হাতপাখা প্রতীকের মাইকিংসহ প্রচার-প্রচারণা শুরু হলেও অন্যান্য দলের প্রার্থীর নির্বাচনী প্রচার তেমন শুরু হয়নি।
১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর পরই নড়াইল-২ আসনে আ.লীগ ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। মাশরাফি খেলায় ব্যস্ত থাকায় তিনি এখনো নির্বাচনী কাজে অংশ নিতে পারেননি। তবে জোটের নেতাকর্মীসহ তার ভক্ত-অনুরাগীরা পুরোদমে ভোটের মাঠে আছেন। মাশরাফিকে বিজয়ী করতে জোটের সবাই ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন শীর্ষ নেতারা। বিএনপি প্রার্থী এনপিপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান তার কর্মী-সমর্থথকদের নিয়ে নিয়মিত গণসংযোগ, হাট-বাজারে লিফলেট বিতরনসহ ছোট ছোট নির্বাচনী বৈঠক করছেন। তবে তিনি অভিযোগ করে বলেন, তার নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ১১ তারিখে লোহাগড়ায় তার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে। তার পরও বিএনপিসহ ২০ দলীয় জোট তথা ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নড়াইল পৌরসভা, সদর উপজেলার আটটি ইউনিয়ন এবং লোহাগড়া উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে নড়াইল-২ আসন গঠিত। এর মধ্যে লোহাগড়া উপজেলার ভোটার সংখ্যা এক লাখ ৭৯ হাজার ৩৪৭ জন, নড়াইল সদর উপজেলার ভোটার সংখ্যা এক লাখ ৩৮ হাজার ৪৩৫ জন। এ আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৭ হাজার ৭৮২ জন। পুরুষ ভোটার এক লাখ ৫৭ হাজার ১০৫ জন এবং মহিলা ভোটার রয়েছে এক লাখ ৬০ হাজার ৬৭৭ জন। উল্লেখ্য, গত ১০টি জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আ.লীগ মনোনীত প্রার্থী পাঁচবার, জাতীয় পার্টি দুইবার এবং বিএনপি দুইবার জয়লাভ করেছে। ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘নড়াইলের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট দেয়ার সুযোগ পেলে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে। তার অভিযোগ, নেতাকর্মীদের নামে একাধিক মামলা থাকায় তারা ঠিকমত নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে পারছে না। পুলিশের ভয়ে অনেকেই পালিয়ে বেড়াচ্ছে’।
এদিকে মাশরাফির চাচাশ্বশুর ফয়জুল হক রোম জানান , আগামী মঙ্গলবার মাশরাফি নড়াইলে আসবেন বলে জানা গেছে। তিনি নড়াইলে এসে নির্বাচনী কাজে নামবেন। মাশরাফির এই কয়দিন ভোটের মাঠে অনুপস্থিতি নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এ আসনে বিপুল ভোটে নৌকা প্রতীক জয়ী হবে বলে মনে করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন