রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যশোর-৪ আসনের ধানের শীষের প্রার্থীর বাড়িতে হামলা, বললেন হামলা করে থামানো যাবে না

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ৩:১৪ পিএম

যশোর-৪ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব সোমবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, রোববার রাতে আমার বাড়িতে হামলা হয়েছে। প্রশাসনের সহযোগিতা চেয়েও আমি পাইনি। পুরো বাঘারপাড়ায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। প্রতিদিন কোথাও না কোথাও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। তিনি বললেন, হামলা, হুমকি দিয়ে আমাদের থামানো যাবে না। বরং এতে আমাদের নেতা কর্মীদের সাহস আরো বেড়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলন থেকে বলা হয়, নির্বাচনী তফসিল ঘোষণার পর ওয়ারেন্ট ছাড়াই ৩১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ধানের শীষের এই প্রার্থী বাঘারপাড়া ও অভয়নগর থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে যশোর জেলা বিএনপিসাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ যশোর ও বাঘারপাড়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Abdur Rahman ১৭ ডিসেম্বর, ২০১৮, ৪:৪৩ পিএম says : 0
Better Stop the election,
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন