বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঘুষ-দুর্নীতিতে নিমজ্জিত হলে শহীদদের অবমাননা হয়-দুদক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ৬:২২ পিএম

কেউ ঘুষ-দুর্নীতিতে নিমজ্জিত হলে, তা মহান শহীদদের প্রতি চরম অবমাননা হয় বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ইকবাল মাহমুদ বলেন, সমাজে সম্পদের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে হলে দুর্নীতি অবশ্যই কমাতে হবে। আমাদের পূর্বপুরুষেরা তাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে একটি দেশ রেখে গেছেন। তাই আমরা আজ তাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করছি। আমরা কেউ যদি ঘুষ-দুর্নীতিতে নিমজ্জিত হই, তা হবে মহান শহীদদের প্রতি চরম অবমাননা। তিনি আরো বলেন, দুদকের কাজ মূলত মিশনারীদের কাজের অনুরুপ একটি কাজ। এটা কোনো চাকরি নয়। এসব প্রতিষ্ঠানের যারা কাজ করেন তাদের যেমন অন্তর্নিহিত অঙ্গীকারের প্রয়োজন, তেমনি প্রাতিষ্ঠানিক সহমর্মিতা থাকা উচিৎ। জনগণের প্রতি আমাদের সর্বোচ্চ সহমর্মিতা থাকতে হবে। দেশের এই ক্রমবর্ধমান অর্থনৈতিক অভিযাত্রোকে এগিয়ে নেয়ার জন্য অবশ্যই দুর্নীতিকে গলা টিপে ধরতে হবে। আলোচনা সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, সচিব ড. মো. শামসুল আরেফিন, মহাপরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও পরিচালক মো. মনিরুজ্জামান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন