শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শাহজালালে আড়াইকোটি টাকার স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:১১ এএম

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে সাড়ে ৪ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। গতকাল এ অভিযান চলে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় আড়াইকোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় দুবাই থেকে আসা ইকে- ৫৮৬ নম্বর ফ্লাইট থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম। যার বাজার মূল্য ১ কেটি ৭৫ লাখ টাকা। এ ঘটনায় কোনো যাত্রীকে আটক করা যায়নি।
এদিকে, গতকাল ভোরে আরেকটি পৃথক অভিযানে কুয়ালালামপুর থেকে
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি নম্বর ০৮৭) আসা আশিক আহমেদ নামে এক যাত্রীর কাছ থেকে ১০টি স্বর্ণের বার ও ১টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। দুই পায়ের মোজার ভেতর স্বর্ণগুলো লুকানো ছিলো। উদ্ধরকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৩৬ গ্রাম। এর বাজার মূল্য ৫২ লাখ ৮০ হাজার টাকা।
##

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মো: মোয়াজেজম হোসেন ১৮ ডিসেম্বর, ২০১৮, ৭:১৭ এএম says : 0
শত শতবার সংবাদে দেখেছি, শাহজালাল বিমান বন্দরে সোনা চোরাকারবারির খবর। এর ফলে এই বিমান বন্দরের পবিত্র নামের অমর্যাদা করা হয় বলে আমি মনে করি। সুতরাং, এই বিমান বন্দরের নাম বদলে দিয়ে "সোনা চোরাকারবারি বন্দর " নাম দিলে পৃথীবির সকলেই চিনতে পারবে। লজ্জা লজ্জা লজ্জা ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন