শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জনপ্রিয় সিরিজ সুলতান সুলেমানের দ্বিতীয় সিজন শুরু হবে এ মাসে

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দীপ্ত টিভিতে প্রচার চলতি বাংলায় ডাব করা জনপ্রিয় সিরিজ সুলতান সুলেমানের দ্বিতীয় সিজনের প্রচার শুরু হবে এ মাসের শেষ সপ্তাহে। ২০১৫ সালে নভেম্বরে চালু হওয়ার পর দীপ্ত টিভিতে সপ্তাহে ৬ দিন প্রচার হয় সুলতান সুলেমান। বর্তমানে সিরিয়ালটির প্রথম সিজনের পুনঃপ্রচার চলছে। সবচেয়ে বেশি দিন শাসন করা অটোমান শাসক সুলেমানের নামে নির্মিত সিরিয়ালটির তুর্কি নাম মুহতেশেম ইউযিউয়েল। ইতিহাস ও কল্পনার আশ্রয়ে নির্মিত সিরিজটির লেখক মেরল ওকে ও ইলমাজ সাহিন। ৪টি সিজনে (২০১১-১৪) ১৩৯টি পর্বে বিভক্ত সিরিয়ালটির পরিচালকও চারজন। প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন খালিদ এরগেঞ্চ (সুলতান সুলেমান প্রথম), মারিয়াম উজালরি ও ওয়াহিদে পারচিন (হুররম সুলতান) ও ওকান ইয়ালাবিক (পারগালি ইব্রাহিম পাশা)। দ্বিতীয় সিজনেও সিরিয়ালটি প্রচার হবে রাত সাড়ে ৭টা ও সাড়ে ১০টায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন