বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শারমিনের প্রথম মৌলিক গান ভুল কইরাছিরে বেঈমান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

দাদা সারাদেশ ঘুরে ঘুরে গান করতেন। বাবাও দাদার পথে হেঁটেছেন। বাবা গান লিখেন, সুর করেন এবং সেই গান কন্ঠে ধারন করেন। তবে বাবার ইচ্ছে ছিলো মেয়ে গানের জগতে না আসুক, তবে মেয়ে ঠিকই দাদা-বাবার পথ ধরে গানে এসেছে। এই মেয়েটি চ্যানেল আই বাংলার গান ২০১৬ চ্যাম্পিপয়ন শারমিনা। তার কন্ঠ সে সময় বিচারকদের মুগ্ধ করেছিল। এতদিন শারমিন বিভিন্ন ধরনের গান গাইলেও এবার নিয়ে এসেছেন তার প্রথম মৌলিক গানের অডিও -ভিডিও। গানটি প্রযোজনা করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানের শিরোনাম ‘ভুল কইরাছিরে বেঈমান’। গানটি লিখেছেন এবং সুর করেছেন তার বাবা হুমায়ুন সরকার। সঙ্গীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। সিলেটের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মান করেছেন সোহেল রানা বয়াতি। এতে মডেল হিসেবে দেখা যাবে আনান খান ও সায়মা স্মৃতিকে। থাকছে শারমিনের উপস্থিতিও। শারমিন জানালেন, আমি অত্যন্ত আনন্দিত। আমার প্রথম গানের অডিও-ভিডিও প্রকাশিত হয়েছে। এই আনন্দের কথা ভাষায় প্রকাশ করতে পারবো না। গান, সুর আমার রক্তে মিশে আছে। তাই জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত গান গেয়ে যেতে চাই। আমাকে মানুষ কতটা ভালোবাসে তার প্রমান আমি পেয়েছি বাংলার গান প্রতিযোগিতায়। আশা করছি, এই গানের মাধ্যমে এই ভালোবাসা আরও বাড়বে। আমি সবার কাছে দোয়া চাই। গানটি প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের মিউজিক কটেজ ইউটিউব চ্যানেলে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে, ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন