শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : আমার স্বামী জুয়া খেলে, এখন সেই টাকা যদি আমি মসজিদে দান করে দেই, তাতে কী কোনো সওয়াব পাওয়া যাবে?

ফারিয়া জান্নাত
সফিপুর।

প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ১২:১৭ এএম

উত্তর : জুয়া খেলা হারাম। যদি এর প্রথম মূলধন হালালও হয়, পরবর্তী প্রবৃদ্ধির সবটুকুই হারাম। আপনি হারাম টাকা দান করছেন, এমন নিশ্চিত হলে অবশ্যই সওয়াবের আশা করা ঠিক হবে না। বরং হারাম টাকা দান করে সওয়াবের নিয়ত বা আশা করাও কবিরা গুনাহ। এতে ঈমান নষ্ট হওয়ারও সম্ভাবনা থেকে যায়। কারণ, আল্লাহর পক্ষ থেকে হারাম ও নিষিদ্ধ বস্তু তাকেই খুশি করার জন্য তার ঘরে দান করা ব্যক্তির ঈমান থাকে না। এটি আল্লাহর অবাধ্যতার পাশাপাশি তার সাথে চরম ঔদ্ধত্য প্রদর্শনের নামান্তর। এ জন্য এটি কুফুরি গুনাহ। অতীতে না জেনে এমন করে থাকলে আল্লাহ মাফ করে দেবেন। তবে, এমন টাকা নিজে ব্যবহার না করে, সওয়াবের নিয়ত ছাড়াই অভাবী কাউকে দিয়ে দেয়া উচিত। সওয়াব আশা করা যাবে না, কেবল হারাম টাকা থেকে নিজেকে বাঁচানোর কাজটি করা।

সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Nafi Ridwan ১৭ আগস্ট, ২০২১, ২:৩১ পিএম says : 0
আমার এক বন্ধু জুয়া খেলে টাকা খরচ করে এবং পরবর্তী সময়ে তার ভেতর আল্লাহ এর ভয় পয়দা হয়। এখন সে যতো টাকা জুয়া খেলে পেয়েছে সব টাকা হিসাব করেছে এবং অই টাকা আস্তেধীরে এতিমখানা বা ফকিরদের বিনা সওয়াব এর আশায় দিয়ে দিচ্ছে। সে যদি এই ভাবে টাকা দিতে থাকে তাহলে কি এর পর থেকে তার দোয়া কবুল হবে? এবং তার গুনাহ কি মাফ হবে? সে এই বিষয় নিয়ে অনেক চিন্তার মধ্যে রয়েছে।
Total Reply(0)
Dinislam ১৯ জানুয়ারি, ২০২২, ৮:৪৫ পিএম says : 0
Dinislam
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন