রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ধানের শীষের প্রার্থীর নিরাপত্তা নিয়ে শঙ্কা

যশোর-৩ আসন

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এই প্রার্থী গতকাল দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ শঙ্কা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাজারও প্রতিবন্ধকতা মেনে আমরা প্রতিদিন নির্বাচনের মাঠে যাচ্ছি। যশোর শহরের চাঁচড়ায় গণসংযোগে গিয়ে প্রশাসনের যে আয়োজন ছিল যেন সেখানেই গ্রেফতার করবে। অমিত বলেন, গত দুই দিনে আমাদের ৪৫জন নেতাকর্মীকে গ্রেফতার করে ২টি মামলা দেয়া হয়েছে। গত ১০ বছর ধরে আমরা বাড়ি ছাড়া। এখন নির্বাচনী কার্যালয়, চায়ের দোকান অথবা ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমাদের কর্মীদের আটক করা হচ্ছে।
তিনি বলেন, একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সন্ধ্যার পর নির্বাচনী প্রচারণা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। হয় হামলা, না হয় গ্রেফতার করা হচ্ছে। অমিত অভিযোগ করেন, সহিংসতায় নতুন মাত্রা যোগ হয়েছে, তা হচ্ছে প্রচার গাড়ির চালককে মারধর। গত শুক্রবার তাদের একটি প্রচার গাড়ির চালককে গাড়ি থেকে নামিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি থাকতেও সাহস পাননি। এর আগে আরও একজন গাড়ির চালককে মারা হয়েছে, মাইক ভেঙ্গে দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানালে তিনি ওই গাড়ি উদ্ধার করে আমাদের দলীয় কার্যালয়ে পৌঁছে দেন। অমিত জানান, আমরা জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানাচ্ছি। এমনকি ইলেক্টরাল কমিটিকেও জানানো হচ্ছে। কিন্তু কোন ফল পাচ্ছি না। আমাদের প্রতিপক্ষ নৌকার পক্ষে ভোট চাচ্ছে না, তারা ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপিসাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন