শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মা-মেয়ের পর দগ্ধ বাবা-ছেলেরও মৃত্যু

নারায়ণগঞ্জে গ্যাস লাইন লিকেজ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লার হকবাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় মা-মেয়ের পর এবার আরও দু’জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- শ্রীনাথ চন্দ্র বর্মন (৩৫) ও তার স্কুলপড়–য়া ছেলে অর্পিত বর্মন (৯)। গতকাল ভোরে শ্রীনাথ ও গত শনিবার রাতে অর্পিত মারা যায়। তারা দু’জনে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত বুধবার রাতে ছায়া রানী হরিদাসি (৬০) ও বৃহস্পতিবার ভোরে তার মেয়ে সুমিত্রার (২৭) মৃত্যু হয়।ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, ফতুল্লার ঘটনায় শ্রীনাথ ও অর্পিত নামে আরো দুইজনের মৃত্যু হয়েছে। আগুনে শ্রীনাথের শরীরের ৩০ শতাংশ ও অর্পিতের ৪৬ শতাংশ দগ্ধ হয়েছিলো। এ নিয়ে মোট চারজনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে ফতুল্লার হকবাজার এলাকার জাকিরের বাড়িতে গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়। দগ্ধরা হলেন- শ্রীনাথ চন্দ্র বর্মন, তার স্ত্রী শ্রীমতি অর্চনা, তাদের সন্তান অনামিকা ও অর্পিত, শ্রীনাথের মা হরিদাসী, বোন শুমিত্রা ও তার স্বামী নারায়ণ চন্দ্র, ভাতিজা প্রমিত ও শাওন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন