বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

হাইকোর্ট মাজারের ১১ সিন্দুক ভেঙে টাকা চুরি

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

রাজধানীর হাইকোর্ট মাজার মসজিদের ১১টি সিন্দুক ভেঙে কয়েক লাখ দানের টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, এক মুখোশধারী গ্রিল কেটে সিন্দুক ভেঙে টাকা নিয়ে গেছে। তবে, সিন্দুকের ভেতরে কত টাকা ছিলো সেটি জানা যায়নি। মাজারের খাদেমদের ধারণা, ৮ থেকে ৯ লাখ টাকা হতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি মাজার কর্তৃপক্ষ।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরকার বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে- এক মুখোশ পড়া ব্যক্তি গ্রিল কেটে মাজারের ভেতর প্রবেশ করে। এরপর ভেতরে থাকা ১১টি সিন্দুক ভেঙে দানকৃত টাকা-পয়সা চুরি করে পালিয়ে যায়। তবে সিন্দুক থেকে ঠিক কত টাকা চুরি হয়েছে সে বিষয়ে মাজার কর্তৃপক্ষ কিছু জানায়নি। ধারণা করা হচ্ছে ৮-৯ লাখ টাকা চুরি হয়েছে। এ ঘটনায় মাজার কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে বিস্তারিত জানা যাবে। পুলিশ ওই চোরকে আটকের চেষ্টা করছে। তিনি আরো বলেন, চুরির সময় আবদুল মোতালেব ও আবদুর রাজ্জাক নামে দুইজন সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে তারা চুরির বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। মাজার সূত্রে জানা গেছে, ১৫ দিন বা ১ মাস পর পর সিন্দুকগুলো খোলা হয়ে থাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন