‘খালেদা জিয়ার সালাম নিন,
ধানের শীষে ভোট দিন’, ‘নতুনদের প্রথম ভোট, গণতন্ত্রের পক্ষেই হোক’ এই স্লোগান সম্বলিত ব্যানারে
ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সোমবার (২৪ ডিসেম্বর) জাবি ছাত্রদলের শহীদ রফিক-জব্বার হলেরও যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক এর নেতৃত্ব এই মিছিল বের করা হয়। মিছিলকারী সবাই কারাগারে থাকা শাখা ছাত্রদলের
সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকতের অনুসারী বলে জানা যায়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে শুরু হয়ে প্রধান ফটক (ডেয়রী গেইট) গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এই সময় ছাত্রদল নেতা মারজুক বলেন, ‘গত ১০ বছর ক্ষমতায় থেকে স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার মানুষের উপর যে নির্যাতন করেছে তার জবাব মানুষ ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে দিবে। তরুণরা
ধানের শীষে ভোট দিয়ে বিজয় করতে মুখিয়ে আছে, কবে ৩০ তারিখ আসবে।
এই সময় তিনি তার বক্তব্যে নির্বাচনের আগে ‘খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে করা সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি জাবি ছাত্রদল সভাপতি মো. সোহেল রানা ও
সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকতসহ সকল রাজবন্দির মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।’
এই মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কর্মী- সেলিম রেজা,আবু হেনা, সাইফুল্লাহ সাইফ, জুয়েল আহমেদ,
মামুনুর রশিদ প্রমুখ।
মন্তব্য করুন