বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জিদানই ফেভারিট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ওল্ড ট্রাফোর্ডে কোচের আসনটা খালি পড়ে আছে। হোসে মরিনহোকে ছাঁটায়ের পর ম্যানচেস্টারের গরম চেয়ারটাতে অস্থায়ীভাবে বসেছেন ওলে গানার সুলশার। চলতি মৌসুমের জন্য দায়ীত্ব পাওয়া ক্লাবটির সাবেক খেলোয়াড়ের শুরুটাও হয়েছে স্বপ্নের মত। এরপরও ‘ক্লাবটির স্থায়ী কোচ কে হতে পারেন?’ ধরনের আলোচনা থেমে নেই।
আলোচনাটা একেবারেই অমূলক নয়। বিশ্বের অন্যতম প্রভাবশালী ও ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবের কোচ বলে কথা। এই মুহূর্তে অনেকের মধ্যে শোনা যাচ্ছে আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনোর নাম। তিনি অবশ্য টটেনহামের সঙ্গে যুক্ত রয়েছেন। আলোচনায় তাই এগিয়ে রয়েছেন গত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদকে বিদায় বলে দেওয়া জিনেদিন জিদান। পুরোদস্তুর বেকার থাকা ফরাসি কোচকেই ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে এগিয়ে রাখছেন অনেকে। তাদের মধ্যে একজন ক্লাবটির সাবেক স্ট্রাইকার লুইস সাহা।
জিদানের নেতৃত্বে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে রিয়াল। ২০১৮-১৯ মৌসুমকে সামনে রেখে জিদান রিয়াল ছেড়ে চলে যান। স্থানীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে সাহা বলেন, ইউনাইটেডের স্বপ্ন পূরণে সাবেক ফ্রেঞ্চ জাতীয় দলের সতীর্থ জিদানের বিকল্প কেউ হতে পারে না, ‘একজন ব্যক্তি হিসেবেও আমি সবসময়ই জিদানের পক্ষে। সে একজন অতি অসাধারন ও ব্যতিক্রম একজন খেলোয়াড়, কোচ ও সর্বোপরী একজন ভাল মানুষ। খেলোয়াড়দের সাথে তার বোঝাপড়া সবসময়ই দারুণ। আমি যখন তাকে কথা বলতে দেখি, সেটা তার এক অনন্য গুন। সে ফুটবলের জন্যই বেঁচে আছে, সে ফুটবল পাগল একজন মানুষ। সাথে সাথে তার অন্য গুনাবলীতো রয়েছেই। আমি জানি আক্রমন ও রক্ষনভাগের মধ্যে সে কিভাবে ভারসাম্য গড়ে তুলতে পারে। আমার মতে এই মুহূর্তে ইউনাইটেডে তার থেকে ভাল কোচ আর কেউ হতে পারেনা। আমি মনে করি সে সমর্থকদেরও সহযোগিতা পাবে। একইসাথে স্টাফ ও সভাপতিরও, কারন এটা তার প্রাপ্য।’
সুলশারের অধীনে শনিবার কার্ডিফ সিটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ইউনাইটেড। ২০১৩ সালে অ্য্যালেক্স ফার্গুসন যুগের পর এই প্রথম লিগে ৫ গোল করে রেড ডেভিলসরা। যদিও এখনো ইউনাইটেডের অবস্থান টেবিলের ষষ্ঠ স্থানে। তবে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতেও ঘোঁচাতে হবে আট পয়েন্টের ব্যবধান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন