বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

‘পুলিশ পদক’ পেলেন পুলিশ ও র‌্যাবের ১০২ সদস্য

প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ২০১৫ সালে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য বিভিন্ন পর্যায়ের ১০২ জন পুলিশ ও র‌্যাব সদস্য ‘পুলিশ পদক’ পেয়েছেন। গতকাল (মঙ্গলবার) রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পদক পরিয়ে দেন। দায়িত্ব পালনকালে নিহত পুলিশ ও র‌্যাব সদস্যদের পদক গ্রহণ করেছেন তাদের স্বজনেরা।
বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) প্রাপ্তরা হলেন- র‌্যাবের মেজর মো. খালিদ ইবনে হোসেন, র‌্যাব-১২-এর এসআই মনিরুল ইসলাম, গুলশান থানার এসআই জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, যশোরের এএসআই মো. হায়দার আলী, র‌্যাব-৫-এর এএসআই আল এমরান, ডিএমপির পরিবহন বিভাগের কনস্টেবল মোর্শেদ আলম, ডিএমপির বোম্ব ডিসপোজাল টিমের কনস্টেবল জাহিদুর রহমান, আরএমপির কনস্টেবল মাহবুবুল আলম, সিএমপির ট্রাফিক বিভাগের কনস্টেবল মনির হোসেন, ফরিদপুর জেলার কনস্টেবল সৈকত হোসেন, ডিএমপির পিওএম বিভাগের কনস্টেবল শাহিদুর রহমান, আরআরএফ চট্টগ্রামের কনস্টেবল বায়েজিদ ও আরএমপির (রাজশাহী) কনস্টেবল শফিকুল ইসলামকে।
বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম- মরণোত্তর)) পদক প্রদান করা হয়-সিলেট ওসমানী নগর থানার সাবেক ওসি মরহুম মো. মোস্তাফিজুর রহমান, হাইওয়ে পুলিশের এএসআই মোহাম্মদ আবুল কালাম আজাদ, পাবনার এটিএসআই সুজাউল ইসলাম, ডিএমপির দারুস সালাম থানার এএসআই ইব্রাহীম মোল্লা, টুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজ হোসেন ও মেহেরপুরের কনস্টেবল আলাউদ্দিন আহমেদকে।
আর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) প্রদান করা হয়-পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (এইচআরএন্ডপি) মো. মইনুর রহমান চৌধুরী, এসবির ডিআইজি মাহবুব হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. কামরুল আহসান, র‌্যাব-৫-এর লেঃ কর্নেল মো. মাহবুব আলম, র‌্যাবের পরিচালক লেঃ কর্নেল কে এম আজাদ, র‌্যাবের পরিচালক (গোয়েন্দা) লেঃ কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদ, রংপুরের পুলিশ সুপার মো. আব্দুর রাজ্জাক, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, এআইজি (কনফিডেন্সিয়াল) মো. মনিরুজ্জামান, এলআইসি শাখার অতিরিক্ত পুলিশ সুপার এমএম হাসানুল জাহিদ, নওগাঁ জেলার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক, গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, ডিএমপির ডিসি বিপ্লব কুমার সরকার, র‌্যাব-১২-এর অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন, এসি মো. রহমত উল্লাহ চৌধুরী, নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মো. মামুনুর রশীদ ম-ল, ডিএমপির পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন, এসবির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নুরুল ইসলাম, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. আব্দুর রাজ্জাক খান ও ডিএমপির পুলিশ পরিদর্শক মো. নূর হোসেনকে।
রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হয়- র‌্যাব-৭ এর মেজর মো. মোজাম্মেল হোসেন, র‌্যাবের উপ-পরিচালক মেজর মো. মোস্তাফিজুর রহমান, র‌্যাব-৬-এর লেঃ কমান্ডার মোহাম্মদ মাহফুজুল ইসলাম, র‌্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ, ময়মনসিংহের পুলিশ পরিদর্শক মো. আক্তারুজ্জামান, সীতাকু-ু মডেল থানার ওসি মো. ইফতেখার হাসান, খুলনার কয়রা থানার ওসি হরেন্দ্রনাথ সরকার, টাঙ্গাইল জেলার পুলিশ পরিদর্শক গোলাম মাহফীজুর রহমান, টাঙ্গাইলের পলাশবাড়ির ওসি মো. মজিবুর রহমান, ডিএমপির ওসি মাজহারুল ইসলাম, খুলনা থানার এসআই কাজী মোস্তাক আহম্মদ, ময়মনসিংহের এসআই মফিজুল ইসলাম, ডিএমপির গোয়েন্দা শাখার এসআই দীপক কুমার দাস, সীতাকু-ু থানার এসআই মো. মোজাম্মেল হক, একই বিভাগের এসআই মো. মোতাহার হোসেন, কুমিল্লার এসআই মোহাম্মদ শাহ কামাল আকন্দ, ডিএমপির ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. গোলাম মওলা, র‌্যাব-৫-এর নায়েক মো. নুর ইসলাম, খুলনার দিঘলীয়ার কনস্টেবল শ্রী বিপিন চাঁদ অধিকারী, ও র‌্যাব-১৩-এর কনস্টেবল মো. গোলাম রাব্বানীকে।
রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা প্রদান করা হয়-হাইওয়ের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মো. হুমায়ুন কবির, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল জিয়াউল আহ্সান, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মোহাম্মদ আলী মিয়া, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মেদ, ঢাকা মহানগর পুলিশের ডিসি মফিজ উদ্দিন আহম্মদ, মো.কাইয়ুমুজ্জামান খান, কিশোরগঞ্জের এসপি মো. আনোয়ার হোসেন খান, শরীয়তপুরের এসপি সাইফুল্লাহ আল মামুন, নোয়াখালীর এসপি মো. ইলিয়াস শরীফ, যশোরের এসপি মো. আনিসুর রহমান, চট্টগ্রাম রেলওয়ের এসপি মো. নজরুল ইসলাম, ফরিদপুরের এসপি মো. জামিল হাসান, ডিএমপির ডিসি প্রবীর কুমার রায়, র‌্যাবের গোয়েন্দা শাখার উপ-পরিচালক লে. কমান্ডার এম মোতাহার হোসেন, একই শাখার উপ-পরিচালক মেজর মো. আহসান হাবিব রাজীব, র‌্যাব-৮-এর মেজর আবুল বাশার, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি খোন্দকার নুরুন্নবী, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি মো. মাহফুজুল ইসলাম, একই বিভাগের এডিসি মো. শাহজাহান, ডিএমপির এডিসি মোহাম্মদ তারেক বিন রশিদ, এসবির সিনিয়র এসি মাকসুদা আকতার খানম, উইমেন সাপোর্ট ও ইনভেস্টিগেশনের সিনিয়র এসি মুক্তা ধর।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) সিনিয়র এসি এসএম নাজমুল হক, মাহফুজুল আলম রাসেল, স্নিগ্ধা আখতার, বরিশাল মহানগর পুলিশের এসি শাহানাজ পারভীন, ঢাকা জেলার এএসপি নাজমুল হাসান ফিরোজ, সিআইডির সিনিয়র এএসপি বিজয় কৃষ্ণ কর, ডিএমপি গুলশান জোনের এসি মো. রফিকুল ইসলাম, এসবি ঢাকার পরিদর্শক মো. আবুবকর, পল্লবী থানার ওসি (পরিদর্শক) মো. দাদন ফকির, পল্টন মডেল থানার ওসি মোরশেদ আলম, মাগুরা ডিবির ওসি মো. ইমাউল হক, লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ আবুল বাসার, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো. জাহিদুল ইসলাম, রংপুর এসবির এসআই মো. শফিউল ইসলাম ও চট্টগ্রাম মহানগরের ডবলমুুরিং থানার এএসআই পল্টু বড়–য়াকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন