শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

এ মাসেই চালু হচ্ছে বেজার ওয়ানস্টপ সার্ভিস

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ‘ওয়ানস্টপ সার্ভিস (ওএসএস) সেন্টার চালু করছে। অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগকারীদের একটি জায়গা থেকে প্রয়োজনীয় সবধরনের সেবা দেয়ার লক্ষ্যে এই ব্যবস্থা নেয়া হচ্ছে। বেজার নির্বাহী চেয়ারম্যান প্রণব চৌধুরী বলেন, ওএসএস সেন্টারের মাধ্যমে বেজা বর্তমানে ১১ ধরনের সেবা দিয়ে থাকে। আমরা জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এই সেন্টার চালুর সব প্রস্তুতি গ্রহণ করেছি। তিনি জানান, ‘ইতোমধ্যে ওয়ানস্টপ সার্ভিস আইন প্রণয়ন করা হয়েছে এবং ওয়ানস্টপ সার্ভিসের জন্য নীতিমালাও প্রণীত হয়েছে। তিনি আরও জানান, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহযোগিতায় ওএসএস সেন্টারের জন্য সফটওয়ার তৈরি করা হয়েছে।পূর্ণাঙ্গ ওয়ানস্টপ সার্ভিস চালু হলে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন